নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাক আহমেদ এর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় মুস্তাক আহমেদ আঘাত প্রাাপ্ত হন, অত:পর হার্ট এ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
গত ১৩ আগষ্ট, ২০২৪ আনুমানিক রাত নয়টার সময় ৮-১০ জন ব্যক্তি মুখোশ পরিহিত অবস্থায় আকস্মিকভাবে মুস্তাক আহমেদ এর উপর হামলা চালায়। ঘটনার দিন মুস্তাক আহমেদ হাটুভাংগা বাজার থেকে নিজ বাসস্থানে ফিরছিলেন। পথিমধ্যে হাটুভাংগা কান্দা পাড়া এলাকার হাটুভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে সন্ত্রাসীরা আকস্মিকভাবে হামলা চালায়। মুখোশ পরিহিত সন্ত্রাসীরা মুস্তাক আহমেদকে বেদম ভাবে প্রহার করেন বলে জানা যায়। সে সময় মুস্তাক আহমেদ এর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় মুস্তাক আহমেদকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানোর পর হাসপাতাল কতৃপক্ষ তাকে মৃত বলে ঘোষনা করেন।
উক্ত সংবাদ সংগ্রহকালীন সময়ে মৃত মোস্তাক আহমেদ এর স্ত্রী লাইজু বেগম জানান, “গত সপ্তাহখানিক পূর্বে একদল অপরিচিত লোক জোর করে আমার বাসায় প্রবেশ করে এবং কিছু একটা তল্লাশী করেন। অতঃপর আমার স্বামী মুস্তাক আহমেদকে ডেকে বাহিরে নিয়ে যায়। সে সময় অপরিচিত লোকেরা মুস্তাক আহমেদ এর সাথে উচ্চস্বরে কথা বলতে শুনা যায়।”
মৃত মোস্তাক আহমেদ এর স্ত্রী আমাদের সংবাদকর্মীকে আরো জানান, আহমেদ এর বন্ধু (নাম প্রকাশে অনিচ্ছুক) জনৈক ব্যাংক কর্মকর্তাকে আমাদের বাসায় আস্রয় দিয়েছিলাম, তারই জের ধরে আহমেদকে সেদিন অপরিচিত লোকেরা হুমকি দিয়েছিল। এমনকি তারা জনৈক ব্যাংক কর্মকর্তাকে খুঁজে না পেলে আহমেদকে খুন করার হুমকি দিয়ে যায়। আমরা শান্তি প্রিয় মানুষ। বিনা অপরাধে আমি আমার স্বামীকে চিরতরে হারালাম।
হাসপাতাল কতৃপক্ষের সাথে আলাপ করলে জানা যায়, মৃত মুস্তাক আহমেদ এর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়, তবে আঘাত পরবর্তীসময়ে পথিমধ্যেই তিনি হার্ট এ্যাটাক করে মারা যান।
আমাদের কন্ঠস্বর, ভাঙ্গা, নরসিংদীঃ আগষ্ট ১৪, ২০২৪
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন