নরসিংদীতে স্কুলছাত্র জিসান হত্যা মামলার এক আসামি গ্রেফতার
নরসিংদীর শিবপুরে আলোচিত স্কুলছাত্র জিসান হত্যা মামলার পলাতক আসামি মো. আশিক মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে র্যাব-১১ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
জিসান হত্যা মামলার আসামি আশিকর্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা জানান, র্যাব-১১ এর গোয়েন্দা দল আসামিদের গতিবিধি নজরদারিতে রেখে আশিক মিয়াকে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মো. নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে গাজীপুর জেলার কাপাসিয়া থানার সন্মানিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্কুলছাত্র জিসান হত্যা মামলার পলাতক আসামি মো. আশিক মিয়াকে গ্রেফতার করে শিবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই পবিত্র ঈদ-উল-ফিতরের দিন মনোহরদী উপজেলার সাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমির ৮ম শ্রেণীর ছাত্র মো. জিসান মিয়াকে (১২) শিবপুর থানা এলাকায় কথা কাটাকাটির জেরে স্থানীয় বাসের হেলপার ও চালক পিটিয়ে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে জিসান মারা যায়। পরে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন
নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন
ছাগল নিয়ে ঝগড়ায় ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু
ছাগল নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘুষিতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন