নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের হাতে জিম্মি রোগীরা
আল আমিন মুন্সী নরসিংদী প্রতিনিধি, নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে রোগীরা। চিকিৎসক তথা পরিচালকরাও অনেক ক্ষেত্রে দালালদের প্রশ্রয় দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দালাল চক্র থেকে সতর্ক থাকার জন্য স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানের পর নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতাল ঘুরে দেখা গেছে আগের অবস্থায়ই গ্রাম থেকে আসা অধিকাংশ রোগী দালাল ছাড়া চিকিৎসকদের সাথে কথা বলতে পারছে না। যারা দালালের সহযোগিতা নেননি তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও পেছন থেকে অথবা লাইনে না দাঁড়িয়েও দালালের সাথে ভেতরে ডাক্তারের চেম্বারে চলে যাচ্ছে অনেকে।
এ ব্যপারে কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা গেছে, দালাল চক্রের কারো সাথে যোগাযোগ না করে দীর্ঘ সময় পর চিকিৎসকের দেখা পেলেও রোগীর কথা পুরোপুরি না শুনেই ব্যবস্থাপত্র দিয়ে বলা হচ্ছে যান পরীক্ষাগুলো করিয়ে আসুন। সাথে বলা হয় অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে করাবেন। অধিকাংশ চিকিৎসকের যোগসূত্র রয়েছে বিভিন্ন বেসরকারি ক্লিনিক মালিকের সাথে। যে কারণে নির্দিষ্ট ক্লিনিকে পরীক্ষা না করালে সেটা সঠিক হয় না এমন মন্তব্য করেন বলে অনেক রোগীর অভিযোগ। সরকারি হাসপাতাল থেকে কখনো পরীক্ষা করালেও অতিরিক্ত অর্থ গুণতে হয় জানান অনেক রোগী এমন অভিযোগ নরসিংদীর বাইরে থেকে আসা রোগীদের। পাইকারচর থেকে মোরশেদ নামের এক রোগী পিঠে ব্যথাজনিত সমস্যায় পর পর তিনদিন ঘুরে ডাক্তারের দেখা পেলেও ২ মিনিট কথা শুনে বলা হয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এঙ্রে করে রিপোর্ট নিয়ে আগামীকাল আসুন।
মহিষাশুড়ার কিসমত বানিয়াদী গ্রামের মরিয়ম, ভগীরথ পুরের মুন্নীবেগম, পাঁচদোনার হাসনারা আক্তারের অভিযোগ ১৬ ফেব্রুয়ারি একই দিনে সদর হাসপাতালে গিয়েছিলেন ভিনি্ন ভিন্ন রোগের চিকিৎসার জন্য। মুরাদ ও সাহাদাত নামের দুজন দালালের কথা না শোনায় ঐদিন ডাক্তারের চেম্বার পর্যন্ত পৌঁছতে পারেননি তারা। পরেরদিন আবার গিয়ে নাইনে দাঁড়ানোর পর ঐ দালাল মুরাদ আবার এসে বলে কাল ঘরে গিয়ে আজকে এসেছেন আমাদের কথা শুনলে কষ্ট করতে হতো না। অবশেষে দুপুর ২টায় তারা একজন ডাক্তারের কাছে যাওয়ার পর সব কথা না শুনেই ঐ ডাক্তর লাঞ্চ আওয়ার পরে আসেন বলে বেরিয়ে যান। এমন অভিযোগের ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম জানান এ ধরনের কোন অভিযোগ আমার কাছে নেই। তবে অভিযোগ পেলে খুঁজে দেখবো। যেখানে সাধারণ মানুষ একজন ডাক্তারের সাথেই কথা বলার সুযোগ পান না সেখানে অভিযোগ দেয়ার জন্য আর এম ও পর্যন্ত পৌঁছবেন কি করে। সাধারণ রোগীদের মন্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দালালদের ব্যাপারে এখনই ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কখনোই সম্ভব হবে না। জরুরি ভিত্তিতে দালালদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবিও করেছেন সাধারণ রোগীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন