নাইজেরিয়ায় ‘ভুল’ বিমান হামলা : নিহত বেড়ে ৫৬
নাইজেরিয়ার সেনাবাহিনীর চালানো একটি ‘ভুল’ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২০০ জনের বেশি সাধারণ মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বিবিসি জানায়, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
জানা যায়, নাইজেরিয়ান সেনাবাহিনী একটি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। কিন্তু তথ্যগত ভুলের কারণে বিমান হামলায় চালানো বোমা আঘাত করে একটি শরণার্থী শিবিরে। এ সময় শিবিরে থাকা ভলান্টিয়ার, ডাক্তার ও সহযোগীসহ ৫৬ জন শরণার্থী মারা যায় বলে নিশ্চিত করেছে নাইজেরিয়ার সরকার। অবশ্য ঘানার মাই মেট্রো টিভি জানায়, এই বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। কিন্তু বিষয়টি নিশ্চিত করেনি নাইজেরিয়ার সরকার।
নাইজেরিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বোকো হারামের বিরুদ্ধে এই হামলাটি চালানো হয়। ক্যামেরুন সীমান্তে বোকো হারামকে পিছু হটাবার জন্য এটি ছিল সেনাবাহিনীর শেষ পদক্ষেপ। এরপর ঐ অঞ্চলে আর বোকো হারামের অস্তিত্ব থাকবে না। কিন্তু তথ্যগত ভুলের কারণে হামলাটি বোকো হারামের ঘাঁটিতে না হয়ে শরণার্থী শিবিরে হয়। বিবিসি ও আলজাজারি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন