নাইটরা আর স্পিন-নির্ভর দল নয়, ঘোষণা কাটিচের
প্রতিপক্ষকে স্পিনের ফাঁদে নাজেহাল করে দেওয়ার পরিচিত কৌশল ছেড়ে কি এবার নতুন নকশা তৈরি করছে কলকাতা নাইট রাইডার্স শিবির?
প্রতিপক্ষকে স্পিনের ফাঁদে নাজেহাল করে দেওয়ার পরিচিত কৌশল ছেড়ে কি এবার নতুন নকশা তৈরি করছে কলকাতা নাইট রাইডার্স শিবির?
নাইটদের ব্যাটিং কোচ সাইমন কাটিচ অন্তত সেরকমই ইঙ্গিত দিয়ে রাখলেন। মঙ্গলবার কেকেআর-এর প্রস্তুতি শিবিরে যোগ দিলেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা কাটিচ। নৈশালোকে নাইটদের অনুশীলন শেষ হওয়ার পর কাটিচ সাংবাদিকদের বললেন, ‘‘ইডেনের উইকেট নতুন করে তৈরি করা হয়েছে। নতুন পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে প্র্যাক্টিসে। উইকেটে ভাল ঘাসের আচ্ছাদন রয়েছে।’’
কিন্তু কেকেআর তো বরাবর স্পিন-আক্রমণ কেন্দ্রিক দল? কাটিচ বলছেন, ‘‘আমরা আগে স্পিন-নির্ভর দল ছিলাম। কিন্তু এখন আর নয়। গতবার দলে উমেশ যাদব, আন্দ্রে রাসেল, জন হেস্টিংসের মতো পেসার ছিল। এবার উমেশের পাশাপাশি ক্রিস ওক্স, নাথান কুল্টার নাইল, ট্রেন্ট বোল্ট রয়েছে। সেই সঙ্গে অঙ্কিত রাজপুত, ঋষি ধাওয়ানও রয়েছে। পেস বিভাগে আমাদের হাতে এখন অনেক বিকল্প।’’
মঙ্গলবার পিচের ঘাস কিছুটা ছাঁটা হলেও এখনও ইডেনের বাইশ গজ কার্যত ‘গ্রিনটপ’। উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। কাটিচ বলছেন, ‘‘কয়েকটা প্র্যাক্টিস ম্যাচ খেলব। শিবিরে কিছু ক্রিকেটার যোগ দিয়েছে। আরও কয়েকজনের আসা বাকি। ট্রেন্ট বোল্ট, উমেশ টেস্ট দলে। ক্রিস লিন আজ রাত্রে আসছে। পরের সপ্তাহে ক্রিস ওক্স, সুনীল নারাইন চলে আসবে। তারপর প্রস্তুতি ম্যাচ খেলে দেখে নেব।’’
সোমবার রাতে কলকাতায় পৌঁছে মঙ্গলবার প্রস্তুতিতে নেমে পড়লেন অধিনায়ক গৌতম গম্ভীর। নেটে মোট দু’বার ব্যাট করলেন। নির্বাসিত রাসেলের বিকল্প কে? কাটিচ বলছেন, ‘‘ওর জুতোয় পা গলানোটা কঠিন। ওক্স, রভম্যান পাওয়েল, ক্রিস লিন’রা রয়েছে। ওদের মধ্যে থেকে কাউকে বেছে নিতে হবে।’’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন