নাটকীয় জয়ে শুরু সাকিবদের

জয় দিয়ে ক্যারিবীয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগে যাত্রা শুরু করতে পেরেছেন বাংলাদেশে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় শনিবার গভীর রাতে সাকিবের জ্যামাইকা তালওয়াস পাঁচ রানে হারিয়েছে সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিওটসকে।
ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। ১৫ বল খেলা সাকিবের অবদান মাত্র ৭ রান। তবে বল হাতে কিছুটা হলেও তা পুষিয়ে দিয়েছেন তিনি। ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট।
শনিবার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৫৩ রান করেছে জ্যামাইকা। জ্যামাইকার পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন অধিনায়ক ক্রিস গেইল। ৩৬ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ছিল তিনটি ছক্কা ও চারটি চার। ২০ বলে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৪ রান এসেছে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৪৮ রানে থামে কিটসের ইনিংস। সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার সাইমন্স। এছাড়া ডুপ্লেসিস ২৭, কার্টার ২৭, থমাস অপরাজিত ২৫ (সাত বলে, তিন ছক্কা), হজ ১২ রান করেন। জ্যামাইকার হয়ে চার ওভারে মাত্র ২৩ রানে তিনটি উইকেট নেন উইলিয়ামস।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন জ্যামাইকার কেসরিক উইলিয়ামস।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন