রবিবার, মে ২৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাটকে মানহানির অভিযোগ, সাদ্দাম মালকে ছাত্র অধিকার পরিষদ নেতার আইনি নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নাম সাদ্দাম মাল। বরিশালের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট এবং নাটক বানিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে এই নাটক নিয়েই এবার বিতর্কের মুখে পড়তে হয়েছে সাদ্দাম মালকে। তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তর।

সম্প্রতি সাদ্দাম মালের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‌“মালব্রো ইন্টারটেইনমেন্ট” থেকে “রেষা রেষি” নামের একটি নাটক প্রকাশিত হয়েছে। ওই নাটকের কিছু দৃশ্যের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের মিলে যাওয়ার অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক রবিউল আউয়াল অন্তর (৩০)।

তবে কন্টেন্ট ক্রিয়টের সাদ্দাম মালের দাবি, নাটকে কারও নাম বা দলের নাম ব্যবহার করেননি তিনি। নাটকের সব চরিত্র কাল্পনিক বলেও দাবি করেন তিনি।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ মে) রবিউল আউয়াল অন্তরের পক্ষে কলাপাড়া উপজেলা আদালতের আইনজীবী জেড এম কাওসারের মাধ্যমে সাদ্দাম মালকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে অভিনেতা সাদ্দাম মালকে উদ্দেশ করে বলা হয়েছে, “আমার মোয়াক্কেল ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এ বছরের ৬ ফেব্রুয়ারি উপজেলার রজপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি অপহৃত হন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন।”

নোটিশে আরও বলা হয়, “অপহরণের ঘটনার পর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কিছু দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন নোটিশদাতা। এই পরিপ্রেক্ষিতে ‘রেষা রেষি’ নামক একটি নাটকের ২ মিনিটের একটি দৃশ্যের মাধ্যমে তার চরিত্র হননের অপচেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি।”

নোটিশে নাটকের ওই দৃশ্যটিকে “আপত্তিকর” উল্লেখ করে বলা হয়, “এটি নোটিশদাতার মানহানিসহ ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতির কারণ হয়েছে।”

১৫ কার্যদিবসের মধ্যে নোটিশে লিখিত জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

বিষয়টি নিয়ে রবিউল আউয়াল অন্তর সাংবাদিকদের বলেন, “সাদ্দাম মালের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, কিন্তু সে আমার সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করে তার তৈরি একটি নাটকে আমাকে অসম্মান করেছে। সেজন্য আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি।”

নাটকে তার নাম বা কোনো দলের নাম উল্লেখ করা হয়নি, এমন প্রশ্নের উত্তরে অন্তর বলেন, “নাম উল্লেখ না করলেও এটা তো বোঝাই যাচ্ছে যে এসব কথা আমাকে নিয়ে বলা হয়েছে।”

এদিকে, বিষয়টি নিয়ে সাদ্দাম মাল বলেন, “আমরা কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে উদ্দেশ্য করে গল্প তৈরি করি না। আমাদের নাটকের গল্পগুলো থাকে সব কাল্পনিক, আমরা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা কারও নাম ইস্যু করে অভিনয় করি না। কেউ যদি গল্পের কোনো চরিত্র জোর করে গায়ে নিয়ে আমাদের দোষারোপ করে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। এ ঘটনায় আমি খুবই বিব্রত।”

উল্লেখ্য, এ বছরের ৬ ফেব্রুয়ারি রাতে পটুয়াখালির নিজ এলাকা থেকে নিখোঁজ হন রবিউল আউয়াল অন্তর। সেই রাতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা–সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর কিছুটা দূর থেকে তার হেলমেটও উদ্ধার করা হয়। এরপর ৯ ফেব্রুয়ারি ভোরে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সীমান্তে উত্তেজনা: বাংলদেশের প্রতিবাদ সত্ত্বেও পুশ-ইন অব্যাহত

“বাংলাদেশি” ট্যাগ দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

বানরেরাও অপহরণ করে!

উত্তর আমেরিকার দেশ পানামার ছোট্ট একটি দ্বীপে প্রাণীজগতের অদ্ভূত একবিস্তারিত পড়ুন

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

আলোচনায় ছিল অনেকের নাম। তবে সবার চেয়ে এগিয়ে ছিলেন যিনি,বিস্তারিত পড়ুন

  • বিদেশ যেতে পারবেন না উপদেষ্টা আসিফের সাবেক এপিএস, এনআইডি ব্লক
  • নতুন নোটে থাকবে না কোনো ব্যক্তির ছবি, জানালেন গভর্নর
  • ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার যেসব কারণে চাপে
  • তিন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে বিকল্প যে শর্ত দিলেন ইশরাক
  • তিন উপদেষ্টাকে বাদ দিতে বিএনপির লিখিত দাবি
  • যমুনা থেকে বেরিয়ে যা বললেন জামায়াতের আমির
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ
  • আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিলের দাবি নাগরিক পার্টির
  • ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
  • বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
  • ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে