নাটক বা কোনো চিত্রনাট্যে নয়, বাস্তবেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
নাটক বা কোনো চিত্রনাট্যে নয়, বাস্তবেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান।
তৃতীয় দফার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে চেয়ারম্যান পদে লড়তে চান তিনি। ইতোমধ্যে তার এই চাওয়ার কথা দলের হাইকমান্ডে জানিয়েছেন সোহেল খান। আওয়ামী লীগের পক্ষ থেকেও তাকে নোমিনেশন দেয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন সোহেল খান নিজেই।
রবিবার সচিবালয়ের সামনে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় সোহেল খানের।
তিনি জানান, ঢাকা জেলার ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ইতোমধ্যে জনসংযোগও শুরু করে দিয়েছেন এই অভিনেতা। তিনি জানিয়েছেন, এলাকাবাসীর সেবা করার মানসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি।
নির্বাচন করার উচ্ছ্বাস ব্যক্ত করে সোহেল খান বলেন, আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চাই। আশা করছি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেবেন।
এলাকার মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে চায় উল্লেখ করে সোহেল খান জানান, এলাকার মানুষ আমাকে বার বার চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য চাপাচাপি করেছে। কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। এবার আমি চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছি।
কত্তো কথা বলে রে’- বাংলা লিংকের এই বিজ্ঞাপনের মাধ্যমেই শোবিজে জগতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন সোহেল খান। ওই বিজ্ঞাপন চিত্রে তার চরিত্রের নাম ছিলো সোহেল ভাই। এরপর আর তাকে বেগ পেতে হয়নি। জনপ্রিয়তায় ঈর্ষণীয় অবস্থান দখল করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন