মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাটের গুরু হাথুরা, সমর্থক সুজন, অনুমোদক পাপন

ওয়ানডের মতো টি-টোয়েন্টি ফরম্যাটেও আরো বছর দুয়েক খেলার ইচ্ছা ছিল মাশরাফির। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে শ্রীলঙ্কা সফর চলার সময় তাকে হুট করেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে হয়েছে। মাশরাফির এই অকাল অবসর মেনে নিতে পারছেন না সমর্থকরা।

মাশরাফির অধীনে টানা আট টি-টোয়েন্টি হারতে হয় বাংলাদেশকে। ওয়াডেতে দারুণ সাফল্য আসলেও এই ফরম্যাটে দলকে উজ্জ্বীবিত করতে পারছেন না- কোচ হাথুরাসিংহের অভিযোগ ছিল এমনটাই। মাশরাফিকে সরিয়ে নতুন কাউকে অধিনায়ক করার প্রস্তাবটা হাতুরাসিংহের কাছ থেকেই আসে। বিষয়টি নিয়ে তিনি প্রথমে আলোচনা করেন ম্যানেজার খালেন মাহমুদ সুজনের সঙ্গে। সুজন হাথুরাসিংহের প্রস্তাব সমর্থন করেন।

জানা গেছে, সুজন এ নিয়ে কথা বলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, প্রধান নির্বাচক মিনহাজুল অবেদীন নান্নুর সঙ্গে। এরপরই বোর্ড প্রেসিডেন্টের কাছে প্রস্তাবটি দেওয়া হয়।ঐ সময় শ্রীলঙ্কাতেই ছিলেন নাজমুল হাসান পাপন। কোচ ও ম্যানেজারের প্রস্তাবটিতে পুরো সমর্থন দেন তিনি।

মাশরাফিকে সিদ্ধান্তটা জানানোর দায়িত্ব বর্তায় কোচ হাথুরাসিংহের উপর। সে সময় অবশ্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও উপস্থিত ছিলেন।জানা গেছে, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের এই সিদ্ধান্ত শোনার পর মাশরাফি বিমর্ষ হয়ে পড়েন।কোচ ম্যানজোরের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না মাশরাফি।বিষয়টাকে অপমান হিসেবে নেন তিনি।এবং দল থেকেই অবসরের ঘোষণা দিয়ে দেন।

মাশরাফির এই সরে দাঁড়ানোর ক্ষেত্রে খালেদ মাহমুদ সুজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। হাথুরার প্রস্তাবে যদি সুজন সায় না দিতেন তাহলে বোর্ড প্রেসিডেন্টও রাজি হতে না বলে মনে করা হচ্ছে। কারণ বোর্ড প্রেসিডেন্ট ম্যানেজার সুজনের কথা বেশ গুরুত্ব দিয়ে থাকেন।

হাথুরার প্রস্তাবটা যদি সুজন না করে দিতেন তাহলে বোর্ড প্রেসিডেন্টের কানে পর্যন্তই হয়তো আসতো না। আর আসলেও বোর্ড প্রেসিডেন্ট তখন দ্বিধায় পড়ে যেতেন। তখন ‘জনপ্রিয়’ অধিনায়ককে অপসারনের পথে হয়তো হাঁটতেন না নাজমুল হাসান পাপন।

মাশরাফিকে অধিনায়কত্ব থেকে সরানোর ক্ষেত্রে যে পুরোপুরি সমর্থন ছিল সুজনের, সেটা তো তার কথাতেই পরিস্কার। তিনি বলেছেন,‘ টিম ম্যানেজমেন্ট অনেক ভেবে চিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা আগামী টি-টোয়েন্টি বিশ্বেকাপ নিয়ে চিন্তা করেছি। আমাদের আসলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তাই নতুন একজন নেতার কথাই চিন্তা করা হয়েছে। চিন্তাটা মূলত কোচ হাথুরাসিংহের কাছ থেকে এসেছে। এরপর আমর আলোচনা করে এই সিদ্ধান্তে আমি। আর সেটা মাশরাফিকে জানিয়ে দেওয়া। আমার মনে হয় যা করা হয়েছে তা ভালোর জন্যই। সবার এটা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া উচিৎ। যা করা হয়েছে তা দলের ভালোর জন্যই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি