নাটোরে অতিথি পাখি মেরে যুবলীগ-ছাত্রলীগের ভুঁড়িভোজ
নাটোরের বাগাতিপাড়ায় আইন অমান্য করে অতিথি পাখি শিকার করে ভুঁড়িভোজ করেছে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর বাজারে যুবলীগ সভাপতি খালেকুজ্জামানের কার্যালয়ে এই ভুঁড়িভোজের আয়োজন করা হয়। জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও দয়ারামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খালেকুজ্জামান, সাধারন সম্পাদক আবু হানিফ ও ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুর রশিদের কথামত তাদের কিছু কর্মী দেশের প্রচলিত আইন অমান্য করে বিভিন্ন এলাকায় বন্ধুক দিয়ে বেশ কিছু অতিথি পাখি শিকার করে। পরে রাতে অতিথি পাখির মাংস দিয়ে খালেকুজ্জামানের দলীয় কার্যালয়ে ভুঁড়িভোজের আয়োজন করেন তারা। শুধু তাই নয় ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক আব্দুর রশিদের ফেসবুক ওয়ালে “প্রতিবছরের ন্যয় এবার পালিত হল পাখি শিকার করে পিকনিক” লিখে ভুঁড়িভোজের খিচুরী ও পাখির মাংস ভোজনের বিভিন্ন ছবি আপলোড করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ওই ফেসবুকের ওয়ালে ঢুকলে লেখাটি ডিলিট দেখা যায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফরহাদ আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় অবস্থান করায় তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
জেলার গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে দুই পরিবারের চার শিশুর মৃত্যুবিস্তারিত পড়ুন
নাটোরে বিয়ের ঘটকালী করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের ঘটকালী করতে গিয়ে এক নারী ঘটকবিস্তারিত পড়ুন
নাটোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
আজ সোমবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবাবিস্তারিত পড়ুন