নাটোরে গৃহবধূকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে উত্যক্ত করার দায়ে সোহাগ হোসেন (৩৫) এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমেদ এ সাজা দেন। সাজাপ্রাপ্ত সোহাগ চন্দ্রখৈর গ্রামের সৈমুদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ইউএনও খোন্দকার ফরহাদ আহমেদ জানান, সোহাগ হোসেন প্রতিবেশী এক গৃহবধূ (২৫)কে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। আজ রবিবার বিকেলে সোহাগ আপত্তিকর ভাষায় একটি চিঠি লিখে ওই গৃহবধূর বাড়ির সামনে ঝুলিয়ে রাখেন।
এই ঘটনায় গৃহবধূর স্বজনরা তার কাছে লিখিত অভিযোগ করলে তিনি সন্ধ্যার সময় পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে সোহাগকে আটক করেন। এ সময় জিজ্ঞাসাবাদে সোহাগ অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ইউএনও আরো জানান, ওই গৃহবধূ সর্ম্পকে দণ্ডপ্রাপ্ত সোহাগের খালাতো বোন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
জেলার গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে দুই পরিবারের চার শিশুর মৃত্যুবিস্তারিত পড়ুন
নাটোরে বিয়ের ঘটকালী করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের ঘটকালী করতে গিয়ে এক নারী ঘটকবিস্তারিত পড়ুন
নাটোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
আজ সোমবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবাবিস্তারিত পড়ুন