নাটোরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যু
নাটোরের কানাইখালী এলাকার জনতা ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় জাহিদুল ইসলাম নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত জাহেদুলের বাবা দিনমজুর জনি ইসলাম জানান, প্রসাব করতে সমস্যা হওয়ায় সোমবার রাতে তিনি ছেলেকে ক্লিনিকে ভর্তি করান। রাতে চিকিৎসকরা জানান, জাহিদুলের অপারেশন করতে হবে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
দুপুর একটার দিকে জানানো হয় জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।
পরবর্তীতে ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রামেকের চিকিৎসকরা জাহেদুলকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শোনার পরই সেখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে ক্লিনিকের সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
জনি ইসলাম অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়েছে। আর স্থানীয় স্বাস্থ্যকর্মী মিতু তাদেরকে ওই ক্লিনিকে নিয়ে যায়।
স্বাস্থ্যকর্মী মিতু ক্লিনিকে নেওয়ার কথা স্বীকার করে জানান, সেখানে কিছু ঘটলে তার দায়ভার নেই। এ ঘটনায় সন্ধ্যায় জনতা ক্লিনিকে গেলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে ক্লিনিকের ম্যানেজার জাহেরাকে পাওয়া গেলেও তিনি কিছু বলতে চাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
জেলার গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে দুই পরিবারের চার শিশুর মৃত্যুবিস্তারিত পড়ুন
নাটোরে বিয়ের ঘটকালী করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের ঘটকালী করতে গিয়ে এক নারী ঘটকবিস্তারিত পড়ুন
নাটোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
আজ সোমবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবাবিস্তারিত পড়ুন