নাটোরে হাসপাতালে রোগীর কিডনি চুরির ঘটনায় মামলা
নাটোরের এক বেসরকারি হাসপাতালে রোগীর শরীর থেকে কিডনি চুরির অভিযোগে চিকিৎসক, হাসপাতালের পরিচালক, অজ্ঞানকারী চিকিৎসকসহ চারজনের নামে আদালতে মামলা করেছেন রোগীর স্বামী। সেই সঙ্গে মামলায় আরও ৭-৮জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বুধবার দুপুরে ওই নারী রোগীর স্বামী ফজলু বিশ্বাস বাদী হয়ে নাটোর সিনিয়র জুডিশিয়াল আমলি আদালত-১ এ মামলাটি করেন। পরে বিচারক চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র, ভিকটিম এবং বাদীকে আগামী সোমবার আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, দেড় বছর আগে পেট ব্যথা নিয়ে নাটোর শহরের মাদরাসা মোড়ের জনসেবা হাসপাতালে ভর্তি হন সিংড়া উপজেলার ফজলু বিশ্বাসের স্ত্রী আসমা বেগম। পরে কিডনিতে পাথর অপারেশন করান তিনি।
কিন্তু অপারেশনের পর থেকে আরও অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি একই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডান পার্শ্বের একটি কিডনি না থাকার বিষয়টি ধরা পড়ে। এই ঘটনায় নাটোর, বগুড়া সহ বিভিন্ন স্থানে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে কিডনি না থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।
এই অবস্থায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অভিযুক্ত চিকিৎসক, হাসপাতালের পরিচালকসহ চারজনের নামে মামলা দায়ের করেন রোগীর স্বামী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন