নাতনিকে কটূক্তি করায় প্রতিবাদ করতে গেলে দাদুকে গাড়ির নিচে ফেলে হত্যা
নাতনিদের কটূক্তির প্রতিবাদ করেছিলেন দাদু। আর তার কারণেই প্রতিবেশী যুবক গাড়ির তলায় পিষে মারলেন বৃদ্ধকে। ভারতের হোগলবেড়িয়া থানার তারাপুর এলাকার এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ ৪ জুন শনিবার সকালে দুই বোন পাড়ার দোকান থেকে কিছু ক্রয়করে ফিরছিল। সেই সময় প্রতিবেশী যুবক টিঙ্কু মণ্ডল তাদের লক্ষ্য করে কটূক্তি করতে শুরু করে। বাড়ি ফিরে দাদু তপসের মণ্ডলকে পুরো বিষয়টি জানায় তারা। তিনি প্রতিবাদ করতে
গেলে টিঙ্কুর সঙ্গে এই নিয়ে ঝগড়া হায় তার। পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে তখনকার মতো পরিস্থিতি সামাল দেন। খবর আনন্দবাজার।
কিন্তু কিছু ক্ষণ পরেই গাড়ি চালিয়ে এসে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা লোকজনদের পিষে ফেলার হুমকি দিতে থাকে সেই যুকব। ভয়ে সকলে রাস্তা থেকে সরে গেলেও দ্রুত সরতে পারেননি তপসেরবাবু। সোজা তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় টিঙ্কু। গুরুতর আহত অবস্থায় তপসেরবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরই থানায় গিয়ে আত্মসমর্পণ করে টিঙ্কু। তাকে গ্রেফতার করে হোগলবেড়িয়া থানার পুলিশ।
ওই দুই বোনের অভিযোগ, প্রায় পনের দিন থেকেই তাদের উত্যক্ত করতেন টিঙ্কু। রাস্তায় বেরোলেই কটূক্তি, খারাপ ইঙ্গিত কোনো কিছুই বাদ যায়নি এর থেকে। সহ্য করতে না পেরে দাদুর কাছে এসে বিষয়টি জানায় তারা। দাদুও রেগে গিয়ে যুবককে সাবধান করেছিলেন। কিন্তু তাতেও উত্যক্ত করা বন্ধ করেননি ওই যুবক। এ দিন ফের প্রতিবাদ করতে গেলে তপসেরবাবুকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেন টিঙ্কু।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন