নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের পর্যটন
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটক এলেও সেখানে রয়েছে নানা সমস্যা। তাই পর্যটনের উন্নয়নে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের রয়েছে নানা প্রস্তাবনাও। তবে প্রশাসন বলছে, পর্যটনের উন্নয়নে নানা কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
ফেনিল ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজারের বালুকাময় সৈকতে। পাশেই সবুজ পাহাড়। সাগর পাড়ের সত্যিকারের মনোরম আবহ খুঁজে পাওয়া যায় বিশ্বের দীর্ঘতম সৈকতের এই শহরে। বছর জুড়ে কম-বেশি এখানে আসেন হাজার হাজার বিনোদন প্রেমী।
বিশেষ করে ছুটিতে কক্সবাজার হয়ে ওঠে লাখো পর্যটকে মুখরিত। কিন্তু পর্যটন সংশ্লিষ্টদের দাবি, শুধুমাত্র সমুদ্র সৈকত ছাড়া আর কিছুই নেই। এখনও পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি।
এখানে দেশি-বিদেশি পর্যটকের কাছে আকৃষ্ট করতে সরকারি-বেসরকারিভাবে নানা উদ্যোগ নেয়া দরকার বলে জানালেন হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতি সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার।
তবে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলছেন, একটু সময় লাগলেও পর্যটন শিল্পের উন্নয়নে নানা কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সৈকতের এ শহরে প্রতি বছর ১০ লাখের বেশি বিনোদন প্রেমীর আগমন ঘটে। এদের সবাই দেশি। সংশ্লিষ্টরা বলছেন, ২০১২ সালের পর থেকে বিদেশি পর্যটকের সংখ্যা একেবারেই নগণ্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন