নানীর মৃত্যুতে শোকাহত প্রিয়াঙ্কা
এক সপ্তাহ আগে নানীর ৯৪তম জন্মদিন পালন করলেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেদিন নানীর সঙ্গে একটি পুরাতন ছবি শেয়ার দিয়ে প্রিয়াঙ্কা লিখেছিলেন, নানী, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। হয়তো ঈশ্বরের কাছে নানীর দীর্ঘায়ু কামনা করে প্রার্থনাও করেছিলেন! কিন্তু নানী তার সাত দিন পার হতে না হতেই ৩ জুন মৃত্য বরণ করলেন মধু জ্যেৎস্না আখোরি। নানীর মৃত্যুতে শোকাহত নাতনি প্রিয়াঙ্কা।
ভারতীয় সংবাদ মারফত জানা গেছে, ৩ জুন শুক্রবার সকালে মারা গেছেন প্রিয়াঙ্কা চোপড়ার নানী মধু জ্যোৎস্না। যিনি গত সপ্তাহে ৯৪তম বছরে পা রেখেছিলেন। তার মৃত্যুতে শোকাহত প্রিয়াঙ্কা জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে নানাী মধু জ্যোৎস্নার মৃত্যু সংবাদটি জানাচ্ছি। তিনি শুধু আমার নানীই ছিলেন না, মায়ের মত আশ্রয়স্থল ছিলেন আমার কাছে। জীবদ্দশায় ফ্রিডম ফাইটার, সোশাল অ্যাক্টিভিষ্ট, এমএলএ-এর দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন।
প্রসঙ্গত, শুধু বলিউড নয় বর্তমানে হলিউডের সিনেমাতেও দাপট দেখাতে শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরইমধ্যে জনপ্রিয় সিরিজ কোয়ান্টিকো ছাড়াও ক’দিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া শেষ করলেন হলিউডে তার প্রথম সিনেমা ‘বেওয়াচ’-এর শুটিং। ছবিতে তাকে ভিলেন হিসেবে দেখা যাবে। সে ছাড়াও এই ছবিতে আছেন অন্যতম অভিনেতা ডুয়াইন জনসন রক।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন