নানেসকে ছোঁয়া হলো না মুস্তাফিজের

প্রতিনিয়ত নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় ব্যস্ত মুস্তাফিজ। শ্রীলঙ্কা সিরিজেও এর ব্যতিক্রম ছিল না। ওয়ানডেতে অসাধারণ বোলিং করে দলকে সিরিজ ড্র করতেও সাহায্য করেছেন। ১ম টি-টোয়েন্টিতে তেমন ভালো বোলিং করতে পারেননি মুস্তাফিজ আর তাতেই নিন্দুকেরা সমালোচনা করেছিলেন তাঁর কিন্তু শেষ ম্যাচে এসেই নিজের জাত চেনালেন মুস্তাফিজ। মাত্র ৩ ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পেয়েছে ৪৫ রানের জয়। আর এতেই প্রথম ১৭টি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারদের ভেতর উইকেট নেওয়ার তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ। ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার ডার্ক নানেস নিয়েছেন ২৮টি উইকেট। অন্যদিকে মুস্তাফিজ নিয়েছেন ২৭টি। এছাড়া কানাডার বাইদানও মুস্তাফিজের সমান ২৭টি উইকেট নিয়েছেন প্রথম ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে।
ওয়ানডেতেও এমন একটি ল্যান্ডমার্ক স্পর্শ করেছিলেন মুস্তাফিজ। প্রথম ৩২টি ওয়ানডে খেলা ক্রিকেটারদের ভেতর সবথেকে বেশি উইকেট ছিল তাঁরই। যদিও সেটি পরবর্তী ম্যাচগুলোতে বহন করে নিয়ে যেতে পারেননি এই কাটার মাস্টার। কিন্তু টি-টোয়েন্টিতে বেশি কার্যকরী মুস্তাফিজ অচিরেই নিজেকে যে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন সেটা পরিসংখ্যানই বলে দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন