নান্দাইলে রাস্তা নির্মানকে কেন্দ্র করে হামলা বাড়ী ঘর ভাঙ্গচূর লুটপাট
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের অরন্যপাশা গ্রামে রাস্তা নির্মানকে কেন্দ্র করে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানি৭.৩০টার সময় একই গ্রামের রফিকুল ইসলাম ও সবুজ মিয়ার পক্ষের মধ্যে রক্তাক্ত সংর্ঘষ হয়।সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হয়।
নান্দাইল থানায় দেয় অভিযোগে জানা যায়, ্ওই সময়ে রফিকুল ইসলাম এর বাড়ীর সম্মুখ দিয়ে সরকারী অর্থায়নে একটি রাস্তা নির্মান কে কেন্দ্র করে রফিকুল ও তার লোকজন হাকিম, ছাত্তার হান্নান মুন্সি, হায়দর আলী, খোকন, আলেম মিয়া, অজ্ঞাতনামা ৪/৫ জন অতর্কিতে কিরিচ, রামদা, দা, লাঠি, লোহার রড ইত্যাদি মারাতœক দেশীয় অস্ত্র দিয়ে ঘরবাড়ী সহ লোকজনের উপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে য়ার পরিমান প্রায় দুই লক্ষাধিক টাকা হবে বলে অভিযোগে উল্লেখ করে।
হামলাকারীদের ধারালো আঘাতে ১নং আসামীর হাতে থাকা লম্বা কিরিচ দিয়ে খুন করার উদ্দেশ্যে শফিকুল ইসলামের পেঠের ডান পার্শ্ব সজোরে আঘাত করলে সে মারাত্বক রক্তাক্ত জখম হয়। ২নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে শফিকুলের মাথায় আঘাত করে। মারাত্বক আহত অবস্থায় সাথে সাথে শফিকুলকে প্রথমে কিশোরগ্জ্ঞ সদর আধুনিক হাসপাতালে ভর্র্তি করা হলে তার অবস্থা অবনতি ঘটায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহত শফিকুল বর্তমানে মূমূর্শ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত অবস্থায় বেনজীর আহাম্মদ ও আহসান হাবিব সবুজ কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।হামলাকারী সবুজ মিয়া ও তার আতœীয় স্বজনদের বাড়ী ঘর কুপিয়ে তছনছ করে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত থানায় মামলা রুজু হয়নি।#
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন