নাফ নদীতে নৌকা ধাওয়া করে ইয়াবা উদ্ধার
কক্সবাজারে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আজ বুধবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদী দিয়ে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদ আসে বিজিবির কাছে। খবর পেয়ে বিজিবি সাবরাং বিওপির একদল সদস্য আজ ভোরে ওই এলাকায় অভিযান চালান। এ সময় একটি নৌকাকে সাবরাং পয়েন্টের দিকে আসতে দেখে বিজিবির দল নৌকাটিকে ধাওয়া করে। একপর্যায়ে নৌকার আরোহীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন।
এর আগে গতকাল রাত ১১টার দিকে টেকনাফের লেংগুরবিল সৈকত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবির একটি টহল দল।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন