নাফ নদীতে “বন্দুকযুদ্ধে” ইয়াবাপাচারকারী নিহত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে “বন্দুকযুদ্ধে” গুলিবিদ্ধ অবস্থায় এক ইয়াবাপাচারকারী নিহত হয়েছে। এ সময় ৩০ হাজার ইয়াবা, দুইটি লম্বা কিরিচ ও একটি কাঠের নৌকাসহ আরো এক পাচারকারীকে আটক কারা হয়েছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর তিন নম্বর স্লুইচগেট এলাকায় এ ঘটনায় নিহত মোহাম্মদ দরবেশ (২০) মিয়ানমারের ডেইলপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসার গোপন সংবাদে বিজিবির একটি টহল দল ওই এলাকার নাফ নদীতে অবস্থান করে। এসময় কয়েকজন পাচারকারী নৌকা নিয়ে কাছাকাছি পৌঁছলে তাদের ধাওয়া করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে নৌকাতে থাকা দুই পাচারকারী নদীতে ঝাপ দিয়ে মিয়ানমার দিকে ঢুকে পড়ে।
বিজিবি কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. দরবেশ ও একই গ্রামের মো. সলিমুল্লাসহ একটি কাঠের নৌকা আটক করে। নৌকাতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, দুইটি লম্বা কিরিচ, বন্দুকের খালী খোসা ১টি ও তাঁজা গুলি ১টি উদ্ধার করে। উদ্ধার ইয়াবার দাম ৩০ লাখ টাকা।
গুলিবিদ্ধ অবস্থায় মো. দরবেশকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মো. দরবেশ মারা যান। নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়া পাচারকারী মিয়ানমারের ডেইল পাড়া গ্রামের মো. সুলতান ও মো. ওসমান বলে জানিয়েছেন আটক ব্যক্তি।
এদিকে জরুরি বিভাগের চিকিৎসক মো. এনামুল হক জানান, নিহত দরবেশের বাম পশের বুকে ও কোমরে গুলির আঘাত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন