রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাবালিকার বিয়ে, শ্বশুর শাশুড়ির সঙ্গে জেলে বর

নাবালিকা মেয়ের আপত্তি অগ্রাহ্য করে ভিন্ রাজ্যের পাত্রের সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিলেন বাবা-মা। সেই খবর পেয়ে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। বরকে ধরা হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাত্রীর মা-বাবাকেও। ধৃতদের বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তদের ঘাটাল আদালতে তোলা হয়।

আদালতে আনা হয়েছে নাবালিকা পাত্রীকেও। পুরো ঘটনায় আর সকলের মুখ ভার হলেও বেজায় খুশি সে। স্বেচ্ছায় হোমে যেতে চাইছে। তার কথায়, ‘‘বিয়ে করব না বলেছিলাম। কিন্তু বাবা-মা আমার কথার গুরুত্ব দেয়নি। আমি আর বাড়ি ফিরব না। হোমে যাব। ওখান থেকেই পড়াশোনা করব।” বাড়ি ফিরলে উত্তরপ্রদেশে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে ভয় পাচ্ছে সপ্তম শ্রেণির ছাত্রীটি। তার সাফ কথা, ‘‘ওই ছেলের সঙ্গে ঘর করব না। এ বিয়ে আমি মানি না।”

কিন্তু উত্তরপ্রদেশের পাত্রের সঙ্গে যোগাযোগ হল কী সূত্রে?
এর আগে নাবালিকার এক আত্মীয়ার বিয়ে হয়েছে উত্তরপ্রদেশের বড়াওন জেলার রামনগরে। ওই আত্মীয়ার পছন্দের পাত্র মহাবীর। রামনগরের বাসিন্দা পেশায় মজুর মহাবীর কোনও যৌতুক না নিয়েই বিয়েতে মত দিয়েছিলেন। এই সুযোগ হাতছাড়া করতে চাননি মেয়ের বাড়ির লোকজন। মেয়ের অমতেই দু’দিনের মধ্যে বিয়ের প্রস্তুতি সেরে ফেলেন তাঁরা। দিন না থাকলেও গত মঙ্গলবার রাতে রীতি মেনে বিয়ে হয়ে যায়। আয়োজনে কমতি ছিল না। ম্যারাপ বেঁধে শ’খানেক লোককে খাওয়ানো হয়েছিল। বুধবার শ্বশুরবাড়িতে থেকে বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে রামনগরে ফেরার কথা ছিল মহাবীরের।

শেষ রক্ষা হল না। খবর পেয়ে বুধবার রাতে ওই গ্রামে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান চন্দ্রকোনা থানার ওসি। বেগতিক বুঝে চম্পট দেয় বিয়েতে যোগাযোগকারী আত্মীয়া। বাড়ির লোকেরাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ দেখে নাবালিকা পাত্রী মনে বল পায়। সেই সব ঘটনা খুলে পুলিশকে বলে।
এরপর বর-সহ মেয়ের বাবা-মাকে ধরে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার চন্দ্রকোনা থানার লকআপে বসে কাঁচুমাচু মুখে মহাবীর বলেন, “এত সব নিয়মকানুন আমার জানা নেই। বিয়ে করতে এসে জেলে ঢুকতে হবে, ভাবতে পারিনি।”

নাবালিকা বিয়ে বন্ধ করতে আইন হয়েছে, সচেতনতা প্রচার চলছে, অভিযান চলছে, এমনকী কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কিন্তু তাতেও নাবালিকা বিয়ে আটকাচ্ছে কই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে ঘাটাল মহকুমাতেই চারটি নাবালিকার বিয়ে বন্ধ করা হয়েছে। প্রশাসনের অজান্তে আরও কত নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে নিত্য, তার হিসাব নেই। পুলিশি অভিযানে ধরা পড়ার পর বাবা-মা বলছে, নাবালিকার বিয়ে দেওয়া যে অপরাধ, তা জানা ছিল না। চন্দ্রকোনা ১-এর বিডিও সুরজিৎ ভড় বলেন, “সচেতনতা বাড়াতে আমরা প্রচার চালাচ্ছি। লোকজনদের বোঝাচ্ছি। এক্ষেত্রে পাত্রীর বাবা-মা-বরকে গ্রেফতার করা হয়েছে। নরমে-গরমে চেষ্টা চালিয়ে যেতে হবে।’’

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?

ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন

  • বিকিনি ছবি পোস্ট করে আলোচনায় আসার চেষ্টা!
  • অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর হচ্ছে ভারত
  • ফাঁকা ঘরে একা পেয়েছিলেন নিজের বউদিকে, অতঃপর যা ঘটল তা কল্পনার বাহিরে ….
  • মানসিক ভারসাম্যহীন নারীকে নগ্ন করে পিটিয়ে হত্যা
  • দীর্ঘ অপেক্ষার অবসান, যে ৫ কারণে ‘চ্যাম্প’ দেখবেন
  • নিজের ছেলের সঙ্গে ছবি তুলে মিডিয়ার ‘ট্রোল’ হচ্ছেন শ্রাবন্তী
  • বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এমন কাজ করলেন নববধূ যে, লজ্জায় পড়লেন পরিবারের সকলে
  • দুই সন্তানের জীবন বাঁচাতে পুলিশের দ্বারস্থ মা
  • বন্ধক রাখা ছেলেকে ছাড়ানোর টাকা জোগাড় করতে গিয়ে নিখোঁজ মা
  • স্ত্রী’কে বের করে দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ করল শিক্ষক
  • আবুল খায়ের গ্রুপে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ
  • ঘুম থেকে ডেকে না দেওয়ার ‘অপরাধে’ রেলকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ