নাবালিকা অবস্থায় শারীরিক সম্পর্কে আনন্দ পেয়েছিলাম : রিতা ওরা
তিন বছর আগের কথা, ২০১২ সালে মিউজিক ইন্ডাস্ট্রিতে নতুন এক গায়িকার আবির্ভাব হয়েছিল যুক্তরাজ্যে। নাম রিতা ওরা। ব্রিটিশ এই গায়িকা তার প্রথম অ্যালবাম ওরা দিয়েই বেশ সুনাম কুড়িয়েছেন। এই গায়িকার বয়স এখন ২৫।
কিন্তু সম্প্রতি এই গায়িকা বলেছেন, মাত্র ১৪ বছর বয়সে নাকি শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। তবে সেই নাবালিকা গায়িকার তাতে সম্মতি ছিল।
এত দিন পরে এসে এ কথা স্বীকার করেছেন গায়িকা নিজেই। তিনি জানিয়েছেন, সে সময় লন্ডনের সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুলের ছাত্রী ছিলেন। সে সময় ২৬ বছরের একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়। কিন্তু সেই সম্পর্কে তারও মত ছিল। রীতার কথায়, ‘আমার তখন ১৪ বছর বয়স। আর তার বয়স ছিল ২৬। সেটা আমার প্রথম শারীরিক সম্পর্ক। তাতে আমার সম্পূর্ণ সম্মতি ছিল। আমিও আনন্দ পেয়েছিলাম। তাই কখনও এটা আমি বলব না যে নাবালিকা বয়সে আমি ধর্ষিতা হয়েছি’।
রিতার দাবি, সেই প্রথম তার মনে হয়েছিল পুরুষের চোখে তিনি ‘সেক্সি’। ‘সেই বয়সে এক জন পুরুষ আমার প্রতি আগ্রহ দেখাচ্ছে এটাই আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল’ জানিয়েছেন গায়িকা। সব মিলিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এমন খোলাখুলি কথা বলায় রিতাকে কুর্নিশ জানাচ্ছেন বিনোদন দুনিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন