নামাজ শেষ করে মনোয়ারের আর বাড়ি ফিরা হলো না !
পূর্ববিরোধের জেরে দিনাজপুরের বিরলে শ্যালকের লাঠির আঘাতে এক ভগ্নিপতি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সকালে মাথায় আঘাতে ঘটনাস্থলেই মনোয়ার হোসেন মনা (৩৫) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি বিরল উপজেলার ধামইর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম বাদী হয়ে শফিকুলের নামে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এলাকাবাসীর রবাত দিয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, আজ ভোরে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মনোয়ার হোসেন। পূর্বশত্রুতার জেরে পথে শ্যালক শফিকুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে শফিকুল লাঠি দিয়ে মনোয়ার হোসেনের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরো বলেন, পরে এলাকাবাসী শফিকুলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে আটকের পর নিহতের মরদেহ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন