নাম পরিবর্তনেও শেষ রক্ষা পেলো না ছিনতাইকারী মনির
প্রতিষ্ঠান ও নিজের নাম পরিবর্তন করেও শেষ রক্ষা পেলো না ছিনতাই মামলার প্রধান আসামি মনির স্টোরের মালিক মনির হোসেন। প্রায় তিন বছর পর রাজধানী ছিনতাই চক্রের সক্রিয় এ সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বোড বাজার বড় মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রো। পিবিআই ঢাকা মেট্রোর এডিশনাল এসপি মিনা মাহমুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনির নামে ওই ছিনতাইকারী এবং তার সহযোগী অন্যান্য পলাতক সদস্যরাও নিজেদের নাম পরিচয় গোপন রেখে রাজধানীসহ বিভিন্ন স্থানে ছিনতাই কাজে সক্রিয়ভাবে জড়িত। গ্রেফতার মনির একজন পেশাদার ছিনতাইকারী। তার নেতৃত্বে ছিনতাইকারী চক্র রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মালামাল বোঝাই ট্রাক/পিকাপ ছিনতাই করে।
ঢাকা মেট্রোপলিটন এলাকার বাড্ডা থানাধীন (হাজী সিরাজ মার্কেট) ভিওলা ওয়েল কোম্পানি ডিপোর সামনে থেকে গত ২০১৩ সালের ৮ এপ্রিল মধ্য রাতে ১৪ লক্ষ ২৭ হাজার টাকা মূল্যের ৭শ’ কার্টুন সয়াবিন তেলসহ একটি পিকাপ গাড়ীর হেলপার ও ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।
পরে ওই ঘটনায় মো. জাহিদুল হক বাদি হয়ে অজ্ঞাত নামা ৩/৪ জন ছিনতাইকারীর বিরুদ্ধে বাড্ডা থানায় ধারা-৩৯৪ পেনাল কোড অনুযায়ী মামলা করেন (মামলা নং- ১২)। তদন্তকারী অফিসার কিছু মালামালসহ বনানী থানা এলাকা হইতে ছিনতাইকৃত পিকাপ গাড়ী পরিত্যেক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে মনিরের গোডাউন থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতার মনির ওই মামলার প্রধান আসামি।
পিবিআই জানায়, মনির হোসেন আগ্মগোপন করে এতো দিন পালিয়ে ছিল। মামলাটি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে তদন্তকারী অফিসার একজন আসামিকে অভিযুক্ত করে বাড্ডা থানার অভিযোগপত্র দেন (পত্র নং-১৩৬,২০/০৫/২০১৪)।
তিনি আরো বলেন, আসামি মনিরকে অব্যাহতি চাওয়ায় আদালত অভিযোগপত্র আমলে না নিয়ে অধিকতর তদন্তের জন্য ডিআইজি পিবিআই ঢাকাকে নিদের্শ দেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে মামলাটি উপ-পুলিশ পরিদর্শক মো. ফরিদ উদ্দিন, পিবিআই ঢাকা মেট্রো কর্তৃক তদন্তভার গ্রহণ করেন।
পিবিআই ঢাকা মেট্রোর তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে মনিরকে জয়দেবপুর থেকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













