নারকেল তেলের বিস্ময়কর ক্ষমতা
বর্তমানে মার্কেটে নানান তেলের সমাহার থাকলেও ইদানিং নারকেল তেলের উপর ভক্তি বেড়ে গেছে মানুষের। কারণ, এটি শুধু চুল নয় বিভিন্নভাবে উপকারী। কিম কার্দাশিয়ান, এমা স্টোন প্রমুখ বিশ্বখ্যাত তারকারাও নারকেল সমৃদ্ধ নানা প্রসাধনী ব্যবহার করেন। তাই যুক্তরাষ্ট্রে নারকেলযুক্ত পণ্যের ব্যবহার ৬৪ শতাংশ বেড়ে যাওয়া অবাক হওয়ার কিছু নয়।
ত্বক কোমল রাখে: নারকেল সমৃদ্ধ বডি অয়েল, লোশন অথবা স্ক্রাব ব্যবহার করলে ত্বক কোমল হয়। এর পর্যাপ্ত পরিমাণ চর্বি এবং প্রোটিন ত্বককে প্রাণবন্ত করে।
চুলের জন্য ভালো: বিদ্যমান ছোট ছোট কণার কারণে নারকেল তেল সহজেই চুলে প্রবেশ করতে পারে। এটি ভাঙন রোধ করে চুলকে জলয়োজিত এবং নরম করে। শীতল বৈশিষ্ট্যের কারণে নারকেল তেল স্কাল্পের জন্যও ভালো।
বয়সের ছাপ দূর করে: ত্বকে আর্দ্রতা আনার মাধ্যমে নারকেল ত্বককে প্রাণবন্ত রাখে। এটি নানা ক্ষতি থেকে রক্ষা করে ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। ব্রণসহ ত্বকের অন্যান্য অবাঞ্চিত ক্ষত এড়ানোর জন্য নারকেলে আছে ব্যাকটেরিয়া বিরোধী উপাদান।
দাঁতের জন্য: নারকেল চিবিয়ে খাওয়ার সময় দাঁত সাদা হয় বলে জানা গেছে একটি গবেষণায়। এছাড়া এর ব্যাকটেরিয়া বিরোধী গুণাগুণ দাঁতের জন্য খুবই উপকারী।
পরিষ্কারক: মুখ ধোয়ার জন্য নারকেল সমৃদ্ধ ফেসওয়াশ খুবই ভালো। অতি শুষ্ক ত্বককে আর্দ্র করতে নারকেল সমৃদ্ধ স্ক্রাবের জুড়ি নেই। ওয়াটারপ্রুফ মাসকারা চোখ থেকে তুলতেও কাজে লাগে এটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন