নারায়ণগঞ্জের মানুষ ধানের শীষে ভোট দিতে পাগল হয়ে আছেঃ সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘নারায়ণগঞ্জে দিন যাচ্ছে আর ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষ ধানের শীষে ভোট দিতে পাগল হয়ে আছে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের মধ্যে পরিবর্তন ঘটানোর আভাষ দেখতে পাচ্ছি। আশা করি ২২ তারিখের নির্বাচনে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে লক্ষাধিক ভোটে ধানের শীষ বিজয়ী হবে।’
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মহানগরের ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় গণসংযোগকালে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন সাখাওয়াত। তিনি এদিন ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
সাখাওয়াত আরও বলেন, ‘জনগণের ভোটের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। ২২ তারিখে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে পরিবর্তন আসবে, বিএনপি জয়ী হবে।
এ এলাকা বিএনপি সমর্থক অধ্যুষিত এলাকা। যখনই নিরেপেক্ষ নির্বাচন হয়েছে তখন মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। ধানের শীষ বিজয়ী হয়েছে। এ এলাকার মানুষ শান্তি প্রিয়। এর আগে ১৩ বছর একজন কাজ করেছে। আমাকে যদি জনগণ ভোট দিয়ে ৫ বছরের জন্য নির্বাচিত করে তাহলে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। সব শ্রেণির মানুষ আমার কাছে একই মর্যাদা পাবেন।’
এসময় সাখাওয়াতের সঙ্গে ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, সালাউদ্দিন ভূইয়া শিশির, একরামুল হক বিপ্লব, অধ্যাপক আমিনুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন