নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা দায়ের
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় গুলশান হামলার মাস্টার মাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বেলা ১২টায় সদর মডেল থানায় ওই মামলাটি দায়ের করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারুক হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধিত ২০১৩-এর ধারা মোতাবেক মামলাটি দায়ের করা হয়েছে। সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেছেন। শনিবার ‘অপারেশন হিট স্ট্রং ২৭’এ নিহত জঙ্গি তামিম চৌধুরী ও তার দুই সহযোগীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।
এর আগে দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, ভাড়াটিয়াদের তথ্য গোপনের অভিযোগে বাড়ির মালিক নূরউদ্দিন দেওয়ানকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া নিহত তামিম চৌধুরীর পরিচয় পাওয়া গেলেও অপর দুইজনের পরিচয় এখনো নারায়ণগঞ্জ জেলা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই দু’জনের পরিচয় আনুষ্ঠানিকভাবে জানা গেলে তাদেরকে মামলায় জ্ঞাত হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন