নারায়ণগঞ্জে জঙ্গি নিহতে খালেদার কষ্ট
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে জঙ্গি নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কষ্ট পেয়েছন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
রোববার দুপুরে মতিঝিল শাপলা চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে লাল পতাকা গণমিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
গণমিছিলের আয়োজন করে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন।
মন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু খালেদা জিয়া এই জঙ্গি ও সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন। গতকাল নারায়ণগঞ্জে জঙ্গিরা নিহত হওয়ায় খালেদা জিয়া কষ্ট পেয়েছেন। শুধু তাই নয় তার বক্তব্যে স্পষ্ট বোঝা যায় তিনি যে জঙ্গিদের মদদদাতা। চোরে চুরি করলে আলামত রেখে যায় আপনারাও তাই রেখে যাচ্ছেন। সময় থাকতে ফিরে আসুন নইলে মদদদাতার জন্য আপনারও বিচার করা হবে।
তিনি আরো বলেন, ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা ইসলামের শত্রু। বিএনপির-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন তারা পেট্রোলবোমার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে। এতো মানুষ হত্যা করে সুখ মেটেনি। তাই তারা এবার জঙ্গিদের ইদ্ধন দিয়ে দেশের আপামর সাধারণ মানুষকে হত্যা করছে। কিন্তু এই সুযোগ তারা আর পাবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যেমন স্বাধীন হয়েছিল তেমনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গি নির্মূল করা হবে।
খালেদা জিয়ার ঐক্যের ডাকে কেউ সাড়া দেয়নি মন্তব্য করে তিনি বলেন, গুলশান হামলার পর খালেদা জিয়া ঐক্যের ডাক দিলেন। তখন আমরা ভেবেছিলাম তিনি হয়তো তার ভুল বুঝতে পেরে এবার শান্তির পথে ফিরে আসবেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি তার নিজের নিরাপত্তা চাইলেন তখন বোঝা গেল তিনি দেশের মানুষকে নিয়ে ভাবেন না। তিনি শুধু নিজেকে নিয়েই ভাবেন। আর এতে কি বোঝা যায় না তিনি দেশের শান্তি চান না।
লাল পতাকা গণমিছিল মতিঝিল শাপলা চত্বর থেকে প্রেসক্লাব গিয়ে শেষ হয়। মিছিলে ৪২টি পেশাজীবী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন