নারায়ণগঞ্জে জাসদের প্রার্থী প্রত্যাহারের অনুরোধ কাদেরের
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন করে জাসদের প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৩ ডিসেম্বর শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে সেতুমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে আমাদের অনুরোধ করেছেন ওবায়দুল কাদের। ছাড়াও আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকলে তা প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি।
জাসদ নেত্রী শিরিন আক্তার বলেন, এ নির্বাচন নিয়ে জোটের মধ্যে এর আগে কোনো আলাপ আলোচনা হয়নি। এখন হঠাৎ করে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করলে সিদ্ধান্ত জানানো কঠিন।
তিনি বলেন, আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। তবে নির্বাচন অংশ নেওয়ার জন্যই আমরা আমাদের প্রার্থিতা দিয়েছি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু, আবদুস সোবহান গোলাপ, খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। আগামী সোমবার প্রতীক বরাদ্দ হলে প্রচারে নামবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন