নারায়ণগঞ্জে বিএনপির ৩৭ নেতাকর্মী কারাগারে
নারায়ণগঞ্জে নাশকতার দুটি মামলায় বিএনপির ৩৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুর রহিম জানান, দুটি মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন— সোনারগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা জাসাস নেতা শাহজাহান মেম্বার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ মিঠু, ছাত্রদল নেতা আশরাফ মোল্লা, খায়রুল ইসলাম সজীব, বিএনপি নেতা আমিন, জুয়েল হোসেন, মাসুদ, আল-আমিন, হাবুল, বাহাউদ্দীন, ইব্রাহীম, মুকবুল হোসেন, মোহাম্মদ আলী, মাসুম মোল্লা, আলিনূর, তোফাজ্জল হোসেন, স্বপন, আলেক, মহসিন, বিল্লাল হোসেন, মন্টু, আতাউর রহমান, খোরশেদ, সেলিম, মেহাল উদ্দীন, রানা। অপর একটি মামলায় আক্কাস আলী, মনির হোসেন, মনির হোসেন-২, শাহপরাণ, আরিফ, লুৎফর রহমান, রমজান, জুয়েল, তোফাজ্জল হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ জানুয়ারি সোনারগাঁয় বিএনপির মিছিল বের করা হলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা করা হয়। যার মামলা নং ২(১)১৫।
অপরদিকে সোনারগাঁও থানার ৮(১)১৫নং মামলায় একই আদালতে আসামিরা আত্মসমর্পণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন