নারীর হবে শুক্রাণু পুরুষের ডিম্বানু !
পরিবর্তিত হচ্ছে নারী-পুরুষের দৈহিক প্রক্রিয়া। নতুন এক গবেষণায় জানা গেছে ভবিষ্যতে পুরুষের হবে ডিম্বানু আর নারীর হবে শুক্রাণু। সায়েন্টিফিক আমেরিকান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে জাপানের কিয়োটো ইউনিভার্সিটির গবেষক কাতসুহিকো হায়াশি এমনটাই দাবি করেছেন।
গবেষণাপত্রে উল্লেখ করা হয়, গবেষকদল ইঁদুরের ত্বকের কোষ নিয়ে তা থেকে ভ্রূণের প্রাককালীন কোষ (প্রাইমোরডিয়াল জার্ম কোষ -পিজিসি) তৈরি করেছেন। এ কোষই নারী কিংবা পুরুষের জননকোষের সাধারণ পূর্বাবস্থা। এই কোষগুলোই নারীদেহে ডিম্বাণু এবং পুরুষদেহে শুক্রাণুতে রূপান্তরিত হয়।
গবেষক কাতসুহিকো হায়াশির মতে, পিজিসি নামে এ জীবন্ত কোষ ব্যবহার করে টেস্টটিউব পদ্ধতিতে ভ্রূণ সৃষ্টি করা সম্ভব। আর এটি সম্ভব হলে প্রজননের ক্ষেত্রে তা হবে চমকপ্রদ। নতুন দিক খুলে যাবে চিকিৎসা বিজ্ঞানের। সহজেই বন্ধ্যাত্বের অভিশাপমুক্ত হবেন নারী।
তিনি আরো জানান, তাদের এ গবেষণা সফল হলে বন্ধ্যা নারীর ত্বকের কোষ নিয়ে ডিম্বাণু তৈরির মাধ্যমে সম্ভব হবে সন্তান জন্মদান। তাছাড়া নারী বা পুরুষ যে কারও দেহের ত্বকের কোষ থেকেই ডিম্বাণু বা শুক্রাণু সহজেই তৈরি করা যাবে। গবেষক হায়াশি ও মিতিনোরি সাইতু সকল পরীক্ষা-নিরীক্ষা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে স্বীকার করেন, তবে এ গবেষণা নিয়ে তারা খুবই আশাবাদী।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন