নারী ইউপি সদস্যকে ধর্ষণ, চেয়ারম্যান জেলহাজতে
রাজশাহীর বাঘা উপজেলায় নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও এক ইউপি সদস্যকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে গ্রেফতার করে শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাজুবাঘা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন জান্নাত ও ৪নং ওয়ার্ড সদস্য আলাল উদ্দিন।
পুলিশ জানায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যকে বৃহস্পতিবার পরিষদের এক কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে চেয়ারম্যান তোফাজ্জল ও ইউপি সদস্য আলাল। এ সময় নারী সদস্যের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নারী সদস্য বাদী হয়ে ওই দুইজনকে অভিযুক্ত করে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
বাজুবাঘা ইউপি সদস্য চাঁন্দু মিয়া বলেন, ‘আটককৃত চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে ওই নারী সদস্যের সম্পর্কের আলামত অনুভব করা যায়নি। তবে মনের মধ্যে তো ঢুকা যায় না।’
মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ওই নারী সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ২০০৩ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্টিত হয় বাজুবাঘা ইউনিয়ন পরিষদের। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ফারুক আহম্মেদ চেয়ারম্যান নির্বাচিত হয়। শপথগ্রহণের ৬৫ দিন পর তার মৃত্যু হলে ৭নং ওয়ার্ড সদস্য তোফাজ্জল হোসেন জান্নাতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন