শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারী ও শিশু নির্যাতনের বিচারে ৪১ ট্রাইব্যুনাল

নারী ও শিশু নির্যাতনের বিচারে আরো ৪১টি ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এ প্রস্তাব এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। শিগগিরই এ প্রস্তাব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তাবয়ন কমিটি (নিকার) বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

নতুন করে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘বিদ্যমান ট্রাইব্যুনালগুলোতে হাজার হাজার মামলার বিচারাধীন। তা ছাড়া অনেক জায়গায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালও নেই। ফলে নির্যাতনের শিকার নারী ও শিশুরা দ্রুত ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতেই নতুন করে আরো ৪১টি ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।’

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশে বর্তমানে ৫৬টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে। এসব ট্রাইব্যুনালে মামলাজট লেগে আছে। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সময়সীমা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল মামলা নিষ্পত্তি করতে পারছেন না। এতে উচ্চ আদালত থেকে অপরাধীরা জামিনে মুক্ত হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ছে। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী আইনমন্ত্রণালয় ৪১টি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব তৈরি করে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের পর অর্থমন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তা পাঠানো হয়। এরইমধ্যে অর্থমন্ত্রণালয় থেকে ছাড়পত্র এসেছে। আইন মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অর্থমন্ত্রণালয়ের কাছে ৪১টি বিচারকের পদসহ ট্রাইব্যুনালের জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকবল ও অবকাঠামো তৈরির অর্থ চাওয়া হয়েছে। অর্থমন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের এ প্রস্তাবেও অনুমোদন দিয়েছে। নিকারের আগামী বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য পেশ করা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।

ট্রাইব্যুনাল স্থাপনের বিষয়ে আইনসচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক বলেন, ‘নিকারের বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর আমরা ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেব। যেসব স্থানে ট্রাইব্যুনাল নেই কিংবা ট্রাইব্যুনাল থাকলেও মামলার স্তূপ জমে আছে ওই সব স্থানেই গঠন করা হবে নতুন ট্রাইব্যুনাল।’ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইনসচিব।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল