নারী দিবসে সাড়া জাগানো সচেতনতামূলক ভিডিও (ভিডিও)

আন্তকর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি চুলের তেল উৎপাদনকারী কোম্পানির নির্মাণ করা বিজ্ঞাপন ব্যাপক সাড়া ফেলেছে। বিজ্ঞাপনটিতে নির্যাতন সহ্য না করে নারীদের মুখ খোলার আহ্বান জানানো হয়েছে।
জুঁই হেয়া অয়েলের এই বিজ্ঞাপনে দেখা যায়, এক তরুণী পার্লারে গিয়ে তার লম্বা চুল এতোটাই ছোট করে দিতে বলেন যেন মুঠো করে আর ধরা না যায়। তরুনীর অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যায় যে, তিনি নির্যাতন থেকে মুক্তি পেতে চুল ফেলে দিতে চান।
বিজ্ঞাপনের এই পর্যায়ে নারী নির্যাতন বিষয়ক একটি পরিসংখ্যান তুলে ধরা হয়৷ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ শীর্ষক দ্বিতীয় জরিপ থেকে নেয়া তথ্য থেকে জানানো হয়, ‘বাংলাদেশ প্রতি ১০০ জনে ৮০ জন নারীই জীবনে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন।’
এই বিজ্ঞাপনে নির্যাতনের প্রতিবাদ জানাতে নারীদের প্রতি আহ্বান জানানো হয়। সবশেষ ফ্রি নম্বর দিয়ে যে কোনো পরামর্শ ও সহায়তার জন্য সেখানে ফোন করতে বলা হয়৷ নম্বরটি হচ্ছে ০৮০০০৮৮৮০০০।
জুঁই কর্তৃপক্ষ মাত্র চারদিন আগে ভিডিওটি নিজেদের ফেসবুক পাতায় শেয়ার করেছে এবং এরই মধ্যে ২৯ লক্ষের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। এছাড়া ৬৫ হাজারেরও বেশি শেয়ার হয়েছে।
ভিডিওটি নিয়ে পাঁচ হাজারের বেশি মন্তব্য করা হয়েছে যোগাযোগ মাধ্যমে। শেখ মনজুরুল ইসলাম লিখেছেন, ‘বুঝতেই পারলাম না কিভাবে মুহূর্তে চোখে পানি এসে গেছে। আমি কথা দিচ্ছি, ছেলেকে শেখাবো কিভাবে সকলকে সম্মান করতে হয়।’
তবে সন্তুষ্ট নন নাসরিন সুলতানা। তিনি লিখেছেন, ‘দুঃখিত, আমার ভালো লাগেনি বরং খুব রাগ হয়েছে। মেয়েদের এত ছোট কেনো দেখাতে হলো? আমাদের চিন্তা হবে পজিটিভ৷ এই যুগেও যদি স্বামীর অত্যাচার হতে বাঁচতে চুল কেটে ফেলতে হয় তবে এর চেয়ে লজ্জার আর কি আছে!’
https://youtu.be/t8RFHNTzL-8
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন