নারী নির্যাতনের মামলায় আবারও সানির জামিন

স্ত্রী পরিচয় দিয়ে এক তরুণীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটর আরাফাত সানি। সোমবার সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এক মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এ সময় বিচারক বলেন, এর আগে ৯ মার্চ দুপক্ষের মধ্যে আপোস হয়েছে এমন দাবির পরিপ্রেক্ষিতে আরাফাতের এক মাসের অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়। কিন্তু আজ শুনানির ধার্য দিনে ওই তরণী দাবি করেন তাদের মধ্যে এখনও মিমাংসা হয়নি।
ফলে বিচারক কড়া ভাষায় আরাফাতের আইনজীবী মো. জুয়েল আহমেদকে বলেন, আগামী ১৫ মে পর্যন্ত আরাফাতের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এই সময়ের মধ্যে ফয়সালা না করলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হবে।
এদিকে, ওই তরুণী আদালতকে বলেন, ‘আমাকে উঠিয়ে নেওয়ার কথা থাকলেও এখনও তা করা হয়নি।
এ সময় আরাফাত সানি বলেন, ‘আমার প্রিমিয়ার লীগ খেলা জুলাই মাস পর্যন্ত।’ তাই তিনি জুলাই মাস পর্যন্ত জামিন চান। কিন্তু আদালত তার এই আবেদন নাকচ করে এক মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে ৯ মার্চ আদালত তার এক মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছিলেন। সেসময় তারা জানিয়েছিলেন বাদী ও বিবাদীর মধ্যে আপোস হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন