নারী নির্যাতনে এবার শাস্তি পাবে মহিলা ও অপ্রাপ্তবয়স্করাও
পরিবারে মহিলাদের উপর নির্যাতন করলে শুধুমাত্র ‘প্রাপ্ত বয়স্ক’ পুরুষরাই নয়, পরিবারের যেকোনও সদস্যের বিরুদ্ধেই পারিবারিক-নির্যাতন নারী সুরক্ষা আইন ২০০৫ অনুযায়ী মামলা রুজু করা যাবে৷
রবিবার এই যুগান্তকারী রায় দিল ভারতের শীর্ষ আদালত৷ এই ধরণের অপরাধে কোনও মহিলা অভিযুক্ত হলে তারও শাস্তি পাওয়া উচিত বলে মন্তব্য ভারতীয় সুপ্রিম কোর্টের৷
পারিবারিক-নির্যাতন নারী সুরক্ষা আইন ২০০৫ অনুযায়ী এতদিন প্রাপ্ত বয়স্ক পুরুষদের বিরুদ্ধেই মামলা রুজু করা হত৷ কিন্তু এবার থেকে তা শুধুমাত্র আর প্রাপ্ত বয়স্ক পুরুষদের ক্ষেত্রেই আটকে থাকবেনা৷ কোনও মহিলার উপর নির্যাতন করলে যে কোনও বয়সী ছেলের বিরুদ্ধেই এই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে৷ পাশাপাশি, এই ধরণের অপরাধে যদি কোনও মহিলা অভিযুক্ত হয়, তাহলে তার বিরুদ্ধেও এই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নেওয়া যাবে বলে স্পষ্ট মত সুপ্রিম কোর্টের৷
এই প্রসঙ্গে দুই বিচারপতি কুড়িয়ান জোশেপ ও আর এফ লরিম্যানের ডিভিশন বেঞ্চ জানায়, অপরাধের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে মাত্র এক চুল পার্থক্য রয়েছে৷ একইভাবে প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্কদের মধ্যেও পার্থক্য খুব বেশি নয়৷ তাই এই আইনটি বদলের জন্য নির্দেশ দেওয়া হল৷ আইনের ২ নম্বর অনুচ্ছেদের ‘প্রাপ্ত বয়স্ক পুরুষ’ অংশটিও বাদ দিতে নির্দেশ দেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ ফলে এবার থেকে এই আইনের বলে যে কারও বিরুদ্ধে মামলা রুজু করতে আর কোনও বাধা থাকলনা৷
উল্লেখ্য, মাস কয়েক আগে পারিবারিক-নির্যাতন নারী সুরক্ষা ২০০৫ আইনে মহিলা ও অপ্রাপ্তদের কথা লেখা না থাকায়, দুই বালিকা সহ এক মহিলা ও এক বালককে খালাস করে দেয় বোম্বে হাইকোর্ট৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই রবিবার এই নির্দেশ শীর্ষ আদালতের৷ সূত্র: কলকাতা২৪×৭
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন