নারী নির্যাতন প্রতিরোধে প্রতি জেলায় সেল স্থাপনের সুপারিশ
সংসদ ভবন থেকে : দেশের প্রতিটি জেলা সদরে নারী নির্যাতন প্রতিরোধে সেল স্থাপনের সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদের অবস্থার উন্নয়নের সুপারিশ করেছে কমিটি।
বুধবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে অংশ নেন, কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি, মো. মোজাম্মেল হোসেন, বেগম মনোয়ারা বেগম ও বেগম রিফাত আমিন প্রমুখ।
কমিটি নারীর অগ্রগতি ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর দেশে-বিদেশে যেসব অর্জন তা প্রকাশ ও প্রচার অব্যাহত রাখার সুপারিশ করে। এছাড়া ডে-কেয়ার পরিচালনায় নীতিমালা প্রণয়নেরও সুপারিশ করা হয়।
বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন