নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারত

মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে ৯৫ রানে হারিয়ে বিশ্বকাপে আধিপত্য বজায় রাখল টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ১৭০ রানের টার্গেট দেয় মিতালিবাহিনী। পুনম রাউত ৪৭ রান করেন। গত ম্যাচের মতো এদিন সফল হতে পারেননি ভারতের স্মৃতি মান্ধানা। শুরুতেই তিনি ফিরে যান। তবে পুনম, দীপ্তি ও সুষমার ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ১৬৯ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। দীপ্তি ২৮ ও সুষমা ৩৩ রান করেছেন।
ব্যাট করতে নেমে ৭৪ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারেননি পাক ব্যাটসম্যানরা। ১৫ ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ২১ ওভারের শেষে তাঁদের রান ছিল ৩৬। ভারতের হয়ে একতা বিসত ৫টি উইকেট নিয়েছেন, মানসী যোশী ২টি, দীপ্তি শর্মা, হরমনপ্রীত কউর ও ঝুলন গোস্বামী ১টি করে উইকেট নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন