নার্স নিয়োগের মৌখিক পরীক্ষা ১১ জুলাই শুরু

সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হবে। মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষা শেষ হবে ১৯ জুলাই। ১৭ জুলাই ছাড়া প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ১৭ জুলাই পরীক্ষা হবে সাড়ে ১০টায়। ১১, ১২, ১৩ ও ১৪ জুলাই ৪০০ জন করে প্রার্থীর এবং ১৭, ১৮ ও ১৯ জুলাই ১২০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
ফল গত ৭ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রকাশ করা হয়। এতে ১১ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। নার্স নিয়োগের লিখিত পরীক্ষা গত ৩ জুন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শ্রেণির এ পদের জন্য প্রার্থী সংখ্যা ছিল ১৮ হাজার ৬৩ জন।
গত ২৮ মার্চ ৩ হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু পরীক্ষা ছাড়া ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা বিবেচনা করে নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলনে নামে নার্সরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন