নাশকতার কারণে পৌর নির্বাচনে ভোট পায়নি বিএনপি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যার কারণেই দেশের মানুষ বিএনপিকে ভোট দেয়নি। আর মানুষ হত্যার জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত।’
আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছান। পরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তাঁরা।
এ সময় বঙ্গবন্ধু পরিবারের নিকটাত্মীয়-স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। তা ছাড়া বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ করা হয়। এর আগে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন এবং মিলাদ মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতির সমালোচনা করে বলেন, ‘তারা এ দেশের মানুষকে পুড়িয়ে মারে, মানুষকে হত্যা করে। যার মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে, সে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে না। এত মানুষ সে পুড়িয়ে মেরেছে, তার তো ওই বিচারই হওয়া উচিত। মানুষ পোড়ানোর দায়ে তাঁর বিচার হওয়া উচিত। তাঁর এই জ্বালাও-পোড়াও সন্ত্রাসী আন্দোলনে বাংলার জনগণ সাড়া দেয়নি।’
শেখ হাসিনা আরো বলেন, ‘যাই হোক, পৌরসভা নির্বাচনে তাদের সুমতি হয়েছে। পৌরসভা নির্বাচনে তারা যোগদান করেছে। জ্বালাও-পোড়াও করে মানুষের ক্ষতি করেছে বলে মানুষ পৌর নির্বাচনে তাদের ভোট দেয়নি।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি এখন বদলে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ উন্নত হয়, দেশের মানুষ কিছু পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন