নাসার টেলিস্কোপের ছবি, সূর্যকে গিলে খাচ্ছে ব্ল্যাকহোল!
একটা আস্ত সূর্যকে গিলে খাচ্ছে অসম্ভব রকমের ভারী একটা ব্ল্যাক হোল। সূর্যটা জড়িয়ে গিয়েছে যেন মাকড়সার জালে! মৃত্যু অবধারিত জেনেও ‘বাঁচা’র পথ খুঁজে পাচ্ছে না। অনিবার্য মৃত্যুর মুখোমুখি সেই সূর্যটা রয়েছে আমাদের থেকে মাত্র ৩০ কোটি আলোক-বর্ষ দূরে।
প্রথমবারের মতো ব্ল্যাকহোলে সূর্যের মিলিয়ে যাবার এমন ছবি তুলেছে নাসার ‘হাব্ল স্পেস’, ‘চন্দ্র’ এক্স-রে ও ‘লোফার’ রেডিও টেলিস্কোপ।
শুক্রবার সেই ছবি নাসার তরফে প্রকাশ করা হয়েছে। ঘটনাচক্রে, গত কালই ছিল নাসার ক্যালেন্ডারে ‘ব্ল্যাক হোল ফ্রাইডে’। ব্ল্যাক হোলের কাণ্ডকারখানা সম্পর্কে প্রচুর ছবি ও তথ্য প্রকাশ করেছে নাসা। তাতেই উল্লেখ করা হয়েছে ‘দেবতার গ্রাসে’র ওই সাম্প্রতিক ছবি।
ওই অভিনব পর্যবেক্ষণের খবর দিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী জোয়ার্ট ভান ভালজেনের গবেষণাপত্র-‘রেডিও জেট্স ফ্রম দ্য অপটিক্যাল, এক্স-রে ব্রাইট অন স্টেলার টাইডাল ডিসরাপশান ফ্লেয়ার’। সেটি বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স’-এর ২৬ নভেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে।
গবেষকদের মতে, এই পর্যবেক্ষণ, আক্ষরিক অর্থেই, অভিনব। ব্ল্যাক হোলের রাক্ষুসে খিদের কথা আমাদের অজানা নয়। তার চার পাশে যা কিছু থাকে, তা সে কোনও ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাই হোক বা কোনও ভারী পদার্থ অথবা গ্রহ, উপগ্রহ, তারা, নিজের প্রচণ্ড টান বা অভিকর্ষ বলের জোরে সেই সব কিছুকেই টেনে নেয় ব্ল্যাক হোল। গিলে খায়! রেহাই পায় না আলোও। তাকেও ব্লটিং পেপারের মতো পুরোপুরি ‘শুষে নেয়’ বলে ব্ল্যাক হোল থেকে আলো ঠিকরে বেরতে পারে না। তাই ব্ল্যাক হোলকেও দেখা যায় না। মহাজাগতিক গ্যাস, ধুলিকণা চলে যাচ্ছে ‘সর্বভুক’ ব্ল্যাক হোলের ‘পেটে’, এমন ছবি এর আগে বহু বার ধরা পড়েছে টেলিস্কোপে। কিন্তু আস্ত একটা তারাকে গিলে খাচ্ছে ব্ল্যাক হোল, এমন ছবি আগে পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন