নাসিক নির্বাচনে প্রতীক ও ব্যক্তি ইমেজের সমীকরণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থীর নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা সমীকরণ। নির্বাচনী প্রচার-প্রচারণা এখনও জমে ওঠেনি। প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী উৎসব শুরু হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এ ছাড়া আরো ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মেয়র পদে ছয়জন বৈধ প্রার্থী হচ্ছেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতী মাসুম বিল্লাহ, জাসদের মোসলেম উদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ও জাপা নেতা মেজবাহ উদ্দিন ভুলু।
দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা জানান, প্রতীক বরাদ্দ দেওয়ার পরই মূলত নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে। তবে প্রার্থীদের নিয়ে বিচার বিশ্লেষণের কমতি নেই। গত টার্মে মেয়র সেলিনা হায়াৎ আইভী ভাল কাজ করেছে তার একটা ইমেজ রয়েছে। তাছাড়া দলীয়ভাবে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ‘নৌকা’ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন। তাই ব্যক্তি ইমেজের পাশাপাশি তিনি দলীয় প্রতীককেও কাজে লাগাতে চান। সাখাওয়াত হোসেন খান বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ‘সাত খুন’ মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে লড়েছেন। সেই সুযোগ নিয়ে নারায়ণগঞ্জবাসীর মন ‘জয়’ করতে চাইবেন। তবে সাখাওয়াতের মূল ভরসা হচ্ছে দলীয় প্রতীক ও দলীয় নেতাকর্মীদের ঐক্য ধরে রাখা। কেউ কেউ বলছেন, দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে আইভী-শামীম ‘নীরব দ্বন্দ্ব’ কিছুটা প্রভাব ফেলেতে পারে। তবে ব্যক্তি আইভী ‘জনপ্রিয়’।
কেউ আবার যুক্তি তুলে ধরেন- ২০১১ সালের ৩০ অক্টোবর আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে লড়তে হয়েছে আইভীকে। ওসমান পরিবার ও আওয়ামী লীগের একাংশও তার বিরোধিতা করেন। বিএনপির সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নির্বাচন থেকে সরে দাঁড়ালে ওই নির্বাচন দলমত নির্বিশেষে আইভীর পক্ষে চলে যায়। ফলে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে নাসিকের প্রথম নারী মেয়র হয়েছিলেন আইভী।
দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবাদ ভুলে নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে আইভীর পক্ষে কাজ করার নির্দেশ দিলেও এখনো মাঠে নামেনি শামীম ওসমানের অনুসারীরা। আইভী মনোনয়ন জমাদানের দিন জেলা সভাপতি আবদুল হাই, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত ছাড়া আর কাউকে দেখা যায়নি। এদিকে সাখাওয়াত মনোনয়ন জামাদানের দিক জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ অনেককেই উপস্থিত ছিলেন।
তবে প্রতীক বরাদ্দের পর আইভীর পক্ষে শামীম ওসমান ও তার অনুসারীরা মাঠে নামবেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ‘আমার মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই কাজ করবো। এখানে অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই।’
১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতিকুর রহমান বলেন, ‘এখন নির্বাচন জমে ওঠেনি। মার্কা বরাদ্দ দেওয়ার পর হয়তো এই মরাভাব আর থাকবে না।’
২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন বলেন ‘আমাদের কাছে ব্যক্তিই বড়। দল কাকে মনোনয়ন দিল এটা মুখ্য বিষয় নয়। আইভী আপা আমাদের এলাকার অনেক উন্নয়ন করছেন। এখানে দলীয় মনোনয়নের কারণে এক বিভাজন তৈরি হবে। গত নির্বাচনের মতো এবার দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ কম। তারপরও আমরা সুষ্ঠু নির্বাচন আশা করছি।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘গত ৫ বছরে নগরীর উন্নয়নে ৬শ’ কোটি টাকার কাজ করেছি। জনগণ নিশ্চয়ই আমার কাজের মূল্যায়ন করবেন। তাছাড়া আমি দলীয় প্রার্থী হিসেবে মানুষ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবে।’
নারায়ণগঞ্জ বিলুপ্ত পৌরসভার দুইবারের চেয়ারম্যান এবং নাসিকের মেয়র মিলিয়ে টানা ১৩ বছরে এলাকার উন্নয়ন নিজেকে নিয়েজিত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি এবারও জনগণ আমাকে সমর্থন দেবে।’
বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। ধানের শীষের প্রার্থী হিসেবে আমি দলের নেতাদের কাছে যাচ্ছি, তাদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলছি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৬০ শতাংশ ভোট বেশি পাবে বলে আশা করছি।’
রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জবাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন