নাসিক নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টা হতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে প্রতীক বরাদ্দ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ৭জন মেয়র প্রার্থী ও ১৫৬ জন কাউন্সিলর এবং ৩৯ জন নারী কাউন্সিলরকে প্রতীক দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা, বিএনপি মনোনীত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষ, ইসলামী ঐক্যজোটের এজহারুল ইসলামকে মিনার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলকে কোদাল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহকে হাতপাখা, এলডিপির কামাল প্রধানকে ছাতা, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌসকে হাতঘড়ি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে ৯ জন মনোনয়নপত্র জমা দিলেও সুলতান আহমেদ নামের একজন বিএনপিকর্মীর মনোনয়ন বাতিল হয়ে যায়। তাছাড়া রবিবার জাসদের মোসলেমউদ্দিন মনোনয়ন প্রত্যহার করে নেন।
নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৭৬জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে ১৭১ জনের মনোনয়নপত্র বৈধ ছিল। পরে রবিবার ১৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ১৫৬ জন। তাছাড়া ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৮ জন বৈধ নারী প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি। তাদের সবাইকেই প্রতীক দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন