নাসিক নির্বাচন : মনোনয়ন তুললেন সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ভোটের আগেই সকল অবৈধ অস্ত্র উদ্ধারে কমিশনের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সেই সঙ্গে তিনি বৈধ অস্ত্রও জমা দিতে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
বুধবার দুপুর পৌনে ১২টায় জেলা রিটার্নিং অফিসে বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন ও আবুল কালামকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের সময়ে তিনি ওই আহবান জানান। তখন রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দাবি করেন সাখাওয়াত।
রিটার্নিং অফিসারকে তিনি বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি সবার জানা আছে। তাই নির্বাচনের আগেই শহর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি। এছাড়াও যাদের কাছে বৈধ অস্ত্র আছে তারাও যেন এসব অস্ত্র নিয়ে নির্বাচনি প্রচারে আসতে না পারে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি করেন তিনি। এসময় নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি করেন সাখাওয়াত।
সাখাওয়াত দাবি করেন, নারায়ণগঞ্জে এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সবদলের অংশগ্রহণে নির্বাচন করতে হলে সবাইকে সমান সুযোগ দিতে হবে।
রিটার্নিং অফিসার তাকে আশ্বস্ত করে বলেন, অচিরেই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ৫ ডিসেম্বর হতে নির্বাচন কমিশন বেশ কঠোর থাকবে। এ নির্বাচন সফল করতে যা যা করার দরকার সব করা হবে। সব প্রার্থীকে সমান বিবেচনায় নেওয়া হবে।
এরপর রিটার্নিং অফিসের কার্যালয়ে থেকে বেরিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে বিএনপির ৬০ ভাগ ভোট রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এ নির্বাচনে বিএনপিরই জয় হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন