নাসিরকে কোন জায়গাটায় নেবো?
কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হওয়ার পর স্বাভাবিকভাবেই দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা থাকলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত আর সেটি সম্ভব হয়ে ওঠে নি।
শুধু ব্যাটিংয়েই নয়, দলের ফিল্ডিং নিয়েও অভিযোগ কম নয়। সহজ ক্যাচ ছাড়ার মাশুল এই সিরিজে বেশ কয়েকবারই দিয়েছে টাইগাররা। আর প্রতি ম্যাচেই অলরাউন্ডার নাসির হোসেনের অভাব বোধ করেছে দল।
ব্যাটিং ও বোলিং ছাড়াও ফিল্ডিংয়ের টাইগারদের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা নাসির হোসেনকে কেন দলে জায়গা দেয়া হয়নি সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নির্বাচকদের। অনেকের মতে নাসির থাকলে ফলাফল ভিন্নও হতে পারতো।
নাসিরকে না খেলানো বা দলে না নেয়া প্রসঙ্গে তেমন কিছু এর আগে জানাননি টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে এবার অবশেষে মুখ খুলেছেন তিনি। বিপিএলে দুর্দান্ত পারফর্মেন্স করার পরও নাসিরকে দলে নেয়া হচ্ছে না কেন এই প্রশ্নের জবাবে হাথুরু উল্টো সাংবাদিকদের সামনেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেন,
‘আমাকে আপনারা বলেন যে, নাসিরকে কোন জায়গাটায় নেবো? আমার দলে একই পজিশনে খেলার মত মোসাদ্দেক আছে। মিরাজ আছে। শুভাগত হোম আছে। এই তিনজনের চেয়ে নাসির গত দুই বছরে এমন কী পারফর্মেন্স করেছে যে তাকে আমি নেবো। এই তিনজনের জায়গায় কিভাবে তাকে দলে নেবো? আমি কী তাহলে একই জায়গায় চারজনকে নেবো?’
তবে কোচ যাই বলুন না কেন নাসিরের মতো দলের কঠিন সময়ে ব্যাটিংয়ের হাল ধরার মতো নির্ভরযোগ্য অভিজ্ঞ ব্যাটসম্যান এখনও বাংলাদেশ দলে পাওয়া যায় নি। জাতীয় লীগে কিছুদিন আগেই প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার।
শুধু তাই নয় এক ফিল্ডিং দিয়েই অন্য সবাইকে টপকে যাওয়ার ক্ষমতা আছে। যা ইতিমধ্যে সফলভাবে প্রমাণ করতে পেরেছেন তিনি। সুতরাং নাসিরের দলে থাকলে ফলাফল ভিন্ন হতেও পারতো এই ধারণা নিতান্ত অমূলক নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন