নাসিরকে নিয়ে এখনো উদাসীন পাপন
ফিনিশার যার ডাক নাম, সেই তিনি সুযোগের অভাবে মাঠেই নামতে পারেন না। আফগানিস্তান সিরিজ থেকে প্রশ্নটা উঠেছিল। নাসির কেন এখনো বাইরে? ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে জিততে জিততে হেরে যাওয়ার পর সেই প্রশ্ন জোরালো হলো। শনিবার বোর্ড সভাপতির কাছে প্রশ্নটা তুললে তাকে এখনো নাসিরের ব্যাপারে উদাসীনই মনে হলো। পাল্টা ছুঁড়ে তিনি বলছেন, ‘কার জায়গায় নাসির খেলবে?’
গতকাল বাংলাদেশ ৩১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১ রানে হেরে যায়। ইমরুল-সাকিব যেভাবে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল জয় হাতের নাগালে। কিন্তু সাকিব ফিরতেই টপাটপ ঝরে যান অন্যরা। এসময় একজন নাসিরের অভাব ফুটে ওঠে দারুণভাবে।
পাপন বলছেন, ‘নাসিরকে আনতে হলে সরাতে হবে মোশাররফ হোসেন রুবেলকে। একজন বাঁ-হাতি স্পিনার দিয়ে ইংল্যান্ড দলের সাথে খেলা… ওদের এই শক্তিশালী ব্যাটিং লাইনআপ যেখানে নাকি চারজন ডানহাতি হিটার ব্যাটসম্যান আছে। এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মোশাররফ রুবেল কিন্তু এখানে শুধু বোলার হিসেবে আছেন। ওর কাছ থেকে কিন্তু আমরা অন্য কিছু আশা করিনি। কাল ও কিন্তু ডানহাতি বোলারের বিপক্ষে একটাও বল করেনি। যেটা দলের জন্য ভালো হয় সেটাই করবে।’
‘কাল কিন্তু অনেক কিছু হয়েছে। আমাদের অন্যতম সেরা পেসার তাসকিন। কাল সে কয় ওভার বল করেছে! রিয়াদ কয় ওভার বল করেছে? অপশন থাকলে আমরা কি ব্যবহার করছি? কার বিরুদ্ধে কি করতে হবে আমরা তা নিয়ে কাজ করছি। যেটা ভালো মনে হয়, সেটাই করবো। আশা করি বাংলাদেশ দল এখন যে জায়গায় এসেছে, বারবার একই ভুল করবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন