সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাসিরের গড় ৪৭৭, তবুও ‘জায়গার অভাব’

চলতি প্রিমিয়ার লিগে ব্যাট হাতে এখনও অপরাজিত নাসির হোসেন। সাত ম্যাচে তার রান সংখ্যা ৪৭৭। এখন অবধি কোনো বোলারই আউট করতে পারেননি নাসিরকে। স্ট্রাইক রেটও অবিশ্বাস্য ৪৭৭। রয়েছে দুটি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরি। এমন নৈপুণ্যে নাসিরের গলায় অপ্রতিরোধ্য, দুর্বার, অনন্য, অপরাজেয় এমন অনেক বিশেষণের মালা উঠতেই পারে।

দীর্ঘ সাত মাস পর সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলে ফেরেন নাসির। নেমেই বল হাতে আলো ছড়ান তিনি। ৪৭ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট। মূলত নাসিরের হাত ধরে সে ম্যাচে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। এরপর নাসিরকে দেশে পাঠিয়ে দেয়া হয়। দেশে ফিরেই ব্যাট হাতে প্রিমিয়ার লিগে নেমে পড়েন নাসির। তুলে নেন দুর্দান্ত শতক।

এর আগে ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন নাসির। প্রথম ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। তবে বল হাতে ১৮ রানে শিকার করেন ৩টি উইকেট। পরের ম্যাচে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন নাসির। বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে দারুণ এক শতক হাঁকান তিনি। নির্বাচিত হয় ম্যাচ সেরা।

জাতীয় লিগেও তিন ম্যাচের চার ইনিংসে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেন নাসির। যদিও বোলিংয়ে করার খুব একটা সুযোগ পাননি তিনি। ১০৯.৩৩ গড়ে ৩২৮ রান করেন নাসির। হাঁকান ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০টি ইনিংসে ১৯৫ রানের পাশাপাশি শিকার করেন ৪টি উইকেট। আর ফিল্ডিংয়ে দেখান দারুণসব কারিশমা। তালুবন্দি করেন ৮টি ক্যাচও। ঢাকার হয়ে সেরা রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে নাসিরের নাম।

দেশের জার্সিতেও নাসিরের ক্যারিয়ার খুব একটা খারাপ না। একদিনের ক্রিকেটে ৫৯ ম্যাচ থেকে ১২৬২ রান করেছেন নাসির। যেখানে তাঁর গড় ৩২ এর উপরে। রয়েছে ১টি শতক আর ৬টি অর্ধশতকের ইনিংস।

কেবল ব্যাটিংয়েই নয়, বল হাতেও অনেকখানি সফল নাসির। ৫৯ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ২৩টি উইকেট। যেখানে তাঁর বোলিং ইকোনমিক রেট ৪.৬৪। টেস্টে ১৭ ম্যাচে ৯৭১ রানের পাশাপাশি ৮ উইকেট। টি-টোয়েন্টিতে ৩১ ম্যাচ থেকে করেছেন ৩৭০ রান। রয়েছে ৭টি উইকেট।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির