নাসিরের দুর্দান্ত শতকে বাংলাদেশের জয়

লক্ষ্য ২৫৮ রান। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এই রান তাড়া করে জেতা নেপালের জন্য কিছুটা কঠিনই বটে। শেষ পর্যন্ত ভাবনাটাই সত্যি হয়েছে, ইমার্জিং এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে বিশাল ব্যবধানেই জিতেছে বাংলাদেশ, ৮৩ রানে।
কক্সবাজার শেখ কামাল আান্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৫৭ রান করে। সহ-অধিনায়ক নাসির হোসেনের সেঞ্চুরি ও অধিনায়ক মুমিনুল হকের হাফসেঞ্চুরিতে এই সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
নাসির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৫ বলে ১০৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলে। ১২ চার আর দুটি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। আর মুমিনুল করেন ৬১ রান।
জবাবে ৪২.৩ ওভারে ১৭৪ রানেই অলআউট হয় নেপাল। বাঁ-হাতি রাহাতুল ফেরদৌসের ঘূর্ণি আর পেসার সাইফ উদ্দিনের গতিময় বোলিংয়েই দিশেহারা ছিল নেপালের ব্যাটিং লাইন।
ফেরদৌস ৪৫ রান খরচায় চার উইকেট নেন। সাইফ নেন তিন উইকেট। আরেক পেসার আবুল হাসান রাজু পান দুটি এবং অন্যটি হয়েছে রানআউট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন