নাসিরের সেঞ্চুরির ভিডিও না পেয়ে ক্ষুদ্ধ হাথুরুসিংহে

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি ব্যাট হাতে উজ্জ্বল অল-রাউন্ডার নাসির হোসেন। প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নাসিরের শতকে বড় জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাট হাতে অপরাজিত ১০৬ রান করেন এই অভিজ্ঞ অল-রাউন্ডার। দ্বিতীয় ম্যাচেও দলের জয়ে ব্যাট হাতে বর অবদান রাখেন নাসির হোসেন। খেলেন অপরাজিত ৪১ রানের ইনিংস।
ঢাকা প্রিমিয়ার লিগের গত কয়েক মৌসুমে বিসিবি থেকে প্রত্যেক ম্যাচ ভিডিও করার অনুমতি থাকলেও এবার টুর্নামেন্টে ভিন্ন দৃশ্য। চলতি মৌসুম শুরু হওয়ার পুর্বে প্রত্যেক ক্লাবকে ম্যাচগুলো ভিডিও নিয়ে নির্দেশনা দিয়েছে বিসিবি। যার কারনে প্রিমিয়ার লিগের প্রথম কয়েকটি ম্যাচ রেকর্ড করা হয়নি।
শ্রীলংকা সিরিজ শেষে ক্রিকেটাররা দেশে ফিরলেও, দলের সঙ্গে আসেননি প্রধান কোচ সহ অন্যান্য কোচিং স্টাফরা। চলতি মৌসুমের প্রথমদিকে ভিডিও করার অনুমতি না দেওয়াতে রেকর্ড করা হয়নি প্রথম কয়েক ম্যাচ যার মধ্যে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স দলের একমাত্র সেঞ্চুরিয়ান নাসির হোসেনের ভিডিও ক্লিপ। দলের সঙ্গে দেশে না ফিরলেও প্রিমিয়ার লিগে অংশ নেওয়া অধিকাংশ ক্রিকেটারের উপর নজর রাখছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বিসিবির কাছে নাসির হোসেনের সেঞ্চুরির ভিডিও ক্লিপ চেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। ভিডিও ক্লিপ না পেয়ে বিসিবির উপর ক্ষুদ্ধ প্রধান কোচ হাথুরুসিংহে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন