নাসির জাদু যেন থামছেই না!

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নাসিরকে থামানো যেন অসম্ভব হয়ে গেছে। ব্যাটে রান ফোয়ারা চলছেই।
জাতীয় দলের সাথে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলে থাকলেও ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। ঘরোয়া লিগে দারুণ ফর্মে থেকে আয়ারল্যান্ডে গিয়েছিলেন নাসির। সেখান থেকে ফিরেছেন ঠিকই কিন্তু ফর্মটা যেন রয়েই গেছে। নাসিরের ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপি’র তিন নাম্বার মাঠে প্রথমে ব্যাট করে ৪১.৩ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় আবাহনী লিমিটেড। বল হাতে তিন উইকেট নেন নাসির হোসেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারেই জিতে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবারো নট আউট থেকে দলের জয় নিশ্চিত করেছেন নাসির। ৯২ বলে চারটি চার আর একটি ছক্কায় ৫৬ রান করেন নাসির। এছাড়া এনামুল হক বিজয় করেছেন ৪১ রান। নাসিরের সাথে অপরাজিত অপর ব্যাটস্যান নাদিফ চৌধুরী করেন ২৬ রান।
ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সের জন্য আজকেও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নাসির। টানা তিন ম্যাচের সেরা খেলোয়াড় হবার কৃতিত্ব দেখালেন এই ক্রিকেটার। আয়ারল্যান্ড থেকে ফিরে ডিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন নাসির। তিনটি ম্যাচেই ছিলেন অপরাজিত, দল জিতেছে পাশাপাশি নাসির হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন